ট্রান্সফার লাইভ: কুন্দেকে চায় বার্সেলোনা, আসেনসিওর মূল্য ৪০ মিলিয়ন ইউরো
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
কুকুরেয়ার জন্য বিড তৈরি করছে ম্যানসিটি
লেফট ব্যাক পজিশনে একজন ভালো মানের বিকল্প রাখতে ব্রাইটনের মার্ক কুকুরেয়াকে চাইছে ম্যানচেস্টার সিটি। সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, এরজন্য এরমধ্যেই একটি বিড তৈরি করছে ক্লাবটি। খুব শীগগিরই তা দেওয়া হবে ব্রাইটনকে।
লুকাকুকে ধারে পেতে লাগবে ১৫ মিলিয়ন ইউরো
রোমেলু লুকাকুকে ধারে পেতে ইন্টার মিলানের দেওয়া ৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে চেলসি। সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিওর তথ্য অনুযায়ী, তার জন্য ১৫ মিলিয়ন ইউরো দাবি করেছে ইংলিশ ক্লাবটি। তবে ১০ মিলিয়ন ইউরোতে রফাদফা হতে পারে।
গাভির সঙ্গে নতুন চুক্তির কাছে বার্সেলোনা
অনেক দিন থেকেই তরুণ মিডফিল্ডার গাভির সঙ্গে চুক্তির বিষয়টি ঝুলে আছে বার্সেলোনার। তবে মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, এবার চুক্তির বেশ কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষ। শীগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এ তারকাকে পেতে চেষ্টা চালিয়েছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল।
এনকুঙ্কুর মূল্য ১০০ মিলিয়ন পাউন্ড
দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল পেতে চাইছেন আরবি লাইপজিগের তরুণ ক্রিস্টোফার এনকুঙ্কুকে। দৌড়ে আছে পিএসজিও। তবে দ্য ইন্ডিপেন্ডেন্টের সংবাদ অনুযায়ী, তাকে পেতে ১০০ মিলিয়ন খরচ করতে হবে তাদের। তার উচ্চ চাহিদা দেখেই এমন মূল্য বেঁধে দিয়েছে বুন্ডেসলিগার ক্লাবটি।
আসেনসিওর জন্য ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে আর্সেনালকে
রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিওকে পেতে চাইছে আর্সেনাল। মার্কার প্রতিবেদন অনুযায়ী, এরজন্য প্রায় ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে ক্লাবটিকে। এমন মূল্যই বেঁধে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তাকে পেতে চাইছে সিরিআ চ্যাম্পিয়ন এসি মিলানও।
ইংলিশ লিগেই থাকতে চান এরিকসেন
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার লিগে থাকতে চাইছেন ক্রিস্তিয়ান এরিকসেন। যে কারণে পরবর্তী পদক্ষেপ ভেবে চিন্তেই নিচ্ছেন তিনি। ব্রেন্টফোর্ডের সঙ্গে একটি স্বল্পমেয়াদী চুক্তির শেষে পৌঁছেছেন এ ডেনিশ মিডফিল্ডার। তার পরবর্তী গন্তব্য হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পার্স।
ডি লিখট পাওয়ার দৌড়ে এগিয়ে চেলসি
কোরেয়া দেল্লো স্পোর্তের সংবাদ অনুযায়ী, জুভেন্টাসের ডাচ ডিফেন্ডার মাতাইস ডি লিখটকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে চেলসি। এ তরুণ ডিফেন্ডারকে পেতে চায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদও। তবে ইংলিশ ক্লাবেও দেখা যেতে পারে তাকে।
কুন্দেকে চায় বার্সেলোনা
অনেক দিন থেকেই হুলেস কুন্দেকে পেতে চাইছে ইংলিশ জায়ান্ট চেলসি। এ মৌসুমেও তাদের অন্যতম প্রধান লক্ষ্য সেভিয়ার এ ডিফেন্ডার। তবে এরজন্য তাদের লড়তে হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে। এস্পোর্ত থ্রির সংবাদ অনুযায়ী, কুন্দেকে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছে কাতালানরা। জানা গেছে এরমধ্যে আলোচনাও হয়েছে দুই পক্ষের মধ্যে।
Comments