ট্রান্সফার লাইভ: ২০২৮ সাল পর্যন্ত লিভারপুলে নুনেজ
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
মেন্দিকে পেতে আগ্রহী চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড
অ্যান্তনিও রুডিগার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার লেফট ব্যাক হিসেবে দাভিদ আলাবার খেলা অনেকটাই নিশ্চিত। যে কারণে রিয়াল ছাড়তে চান ফেরলান্দ মেন্দি। ফিয়াজেসের সংবাদ অনুযায়ী, তাকে আগ্রহী চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
নিউক্যাসল, মিলান কিংবা জুভেন্টাসে যোগ দিতে পারেন আসেনসিও
একাদশে জায়গা পাওয়ার অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ ছাড়তে চান মার্কো আসেনসিও। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের সংবাদ অনুযায়ী, তার সম্ভাব্য গন্তব্য হতে পারে নিউক্যাসল, এসি মিলান কিংবা জুভেন্টাস। এর মধ্যেই এ তিন ক্লাবের সঙ্গে কথা বলেছেন আসেনসিওর এজেন্ট জর্জ মেন্ডিস। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিভো জানিয়েছে, তাকে পেতে চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডও।
দি মারিয়াকে না পেয়ে নেরেসকে চায় জুভেন্টাস
আনহেল দি মারিয়ার সঙ্গে আলোচনা অনেকটা এগয়ে থাকলেও শেষ পর্যন্ত নানা কারণে তা পিছিয়ে গিয়েছে। তাই বিকল্প খুঁজছে জুভেন্টাস। স্কাই স্পোর্টস ইতালিয়ার সংবাদ অনুযায়ী, দাভিদ নেরেসকে চায় ওল্ড লেডিরা। চলতি বছরের জানুয়ারিতেই আয়াক্স ছেড়ে শাখতার দোনেস্কে যোগ দিয়েছিলেন এ ব্রাজিলিয়ান। রাশিয়ান আগ্রাসনে ইউক্রেনের লিগ বন্ধ থাকায় বর্তমানে খেলতে পারছেন না নেরেস।
জিদানের সঙ্গে চুক্তি হয়নি, তবে হাল ছাড়ছে না পিএসজি
ফুটবল মহলে জোর গুঞ্জন জিনেদিন জিদান কোচ হতে যাচ্ছেন পিএসজির। কাতারে এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়ে গেছে। যদিও তৎক্ষণাৎই বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন তার এজেন্ট। এবার ফরাসি সাংবাদিক রোমান মলিনাও জানিয়েছেন, কোনো চুক্তি হয়নি পিএসজি ও জিদানের। তবে তাকে পাওয়ার দৌড় থেকে এখনও সরে আসেনি ক্লাবটি।
নুনেজের সঙ্গে লিভারপুলের চুক্তি চূড়ান্ত
অনেক গুঞ্জনের পর শেষ পর্যন্ত ডারউইন নুনেজকে নিজেদের করে নিয়েছে লিভারপুল। ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ চুক্তি হয়েছে বলে জানিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। তবে আরও কিছু বোনাস যুক্ত হয়ে তা বেড়ে দাঁড়াতে পারে ১০০ মিলিয়ন ইউরোতে। ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবে থাকছেন তিনি। আজই এ উরুগুইয়ান তারকার মেডিক্যাল করানো হবে বলে নিশ্চিত করেছে ক্লাবটি।
পিএসজির সঙ্গে সম্পর্কের ইতি হচ্ছে পচেত্তিনোর
গুঞ্জনটা চলেছে অনেক দিন থেকেই। তবে এখনও পিএসজিতে বহাল তবিয়তেই আছেন মাউরিসিও পচেত্তিনো। তবে সম্প্রতি সে গুঞ্জনের জের বেড়েছে আরও। বেশ কিছু আন্তর্জাতিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার এ আর্জেন্টাইন কোচকে বিদায় জানাচ্ছে পিএসজি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও টুইট করেছেন একই বিষয় উল্লেখ করে। খুব শীগগিরই আসতে পারে এর ঘোষণা।
Comments