ট্রান্সফার লাইভ: লেভানদোভস্কিকে পাওয়ার প্রতিযোগিতায় ইউনাইটেড
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
আর্সেনালের চেয়ে স্পার্সের কাছাকাছি রিচার্লিসন
রিচার্লিসনকে পেতে অনেকদিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্সেনাল। তবে গানারদের চেয়ে টটেনহ্যামে প্রতি বেশি আগ্রহী এ ব্রাজিলিয়ান। দ্য অ্যাথলেটিকের সংবাদ অনুযায়ী, এ এভারটন ফরোয়ার্ড আর্সেনালের চেয়ে নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামে যোগদানের কাছাকাছি রয়েছেন।
আলোনসোর বিকল্প হিসেবে জিনচেঙ্কোতে নজর বার্সার
চেলসির লেফট-ব্যাক মার্কোস আলোনসোকে পেতে অনেক দিন থেকেই লেগে আছে বার্সেলোনা। তবে আলোচনার অগ্রগতি সামান্যই। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো সংবাদ প্রকাশ করেছে তার বিকল্প হিসেবে ম্যানচেস্টার সিটির ওলেকজান্ডার জিনচেঙ্কোর দিকে নজর দিয়েছে কাতালানরা।
মরিনহোর রোমাকে প্রস্তাব বেলের
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে রোমায় যেতে আগ্রহী গ্যারেথ বেল। ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কাতোর সংবাদ অনুযায়ী, রোমাকে এ নিয়ে প্রস্তাবও দিয়েছেন বেলের এজেন্ট। এর আগে টটেনহ্যামে ধারে এ ওয়েলস তারকার সঙ্গে কাজ করেছেন মরিনহো।
আলভেসকে এখনও চুক্তির প্রস্তাব দেয়নি বার্সেলোনা
২০১৬ সালে বার্সেলোনা ছাড়ার পর ২০২১ সালে স্বল্পমেয়াদী চুক্তিতে ফের ক্লাবটিতে ফিরে আসেন দানি আলভেস। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের দাবি অনুযায়ী, নতুন মৌসুমের জন্য এখনও তাকে কোনো ধরণের প্রস্তাব দেয়নি বার্সা। এই অভিজ্ঞ ব্রাজিলিয়ানের চুক্তির মেয়াদ চলতি জুনেই ফুরচ্ছে ক্লাবটির সঙ্গে। ২০২২-২৩ মৌসুমে তার ভবিষ্যৎ কি হবে তা এখনও জানেন না এ ব্রাজিলিয়ান।
লেভানদোভস্কিকে পাওয়ার প্রতিযোগিতায় এবার ম্যানচেস্টার ইউনাইটেড
নতুন চ্যালেঞ্জ নিতে এরমধ্যেই বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্ট লেভানদোভস্কি। তাকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে বার্সেলোনা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের সংবাদ অনুযায়ী, এ পোলিশ তারকাকে পেতে এবার যোগ দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। দলে ক্রিস্তিয়ানো রোনালদোর সমান সুবিধা দেওয়া হবে তাকে। সাপ্তাহিক চার লাখ পাউন্ড হিসেবে বাৎসরিক ২০ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
বার্সা চাইলে সিলভাকে ছেড়ে দিতে আগ্রহী ম্যানচেষ্টার সিটি
ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের দল ছাড়ার বিষয়টি অনেকটাই চূড়ান্ত। তার শূন্যতা একজন ভালো মানের মিডফিল্ডার হিসেবে বের্নার্দো সিলভাকে চান কোচ জাভি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর দাবি করেছে বার্সা চাইলে সিলভাকে ছেড়ে দিতে রাজী তারা। তবে এরজন্য কমপক্ষে ৮০ মিলিয়ন ইউরো চায় দলটি। এর নিচে কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না। যা কাতালানদের নাগালের বাইরেই ধরে নেওয়া যায়।
Comments