ট্রান্সফার লাইভ: জিদান কোচ হলে পিএসজিতে যাবেন পগবা
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
জিদান কোচ হলে পিএসজিতে যাবেন পগবা
মাউরিসিও পচেত্তিনোর জায়গায় জিনেদিন জিদানকে কোচ হিসেবে চায় পিএসজি। এ নিয়ে নানা গুঞ্জন থাকলেও আলোচনা ততোটা আগায়নি। তবে আরএমসি স্পোর্টসের সংবাদ অনুযায়ী, বিষয়টি পর্যবেক্ষণ করছেন পল পগবা। জিদান দলটির কোচ হলে এ ফরাসি ক্লাবেই যোগ দিবেন এ মিডফিল্ডার।
চুয়ামিনিকে কিনল রিয়াল মাদ্রিদ
চুক্তি হয়ে যাওয়ার গুঞ্জনটা চলছে কয়েকদিন আগে থেকেই। তবে অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। মোনাকোর ফরাসি মিডফিল্ডার আউরেলিয়ান চুয়ামেনিকে কিনেছে রিয়াল মাদ্রিদ। তাকে পেতে সবমিলিয়ে ১০০ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে লস ব্লাঙ্কোসদের।
চেলসি জুটির আশায় বার্সেলোনা
মার্কোস আলোনসোর প্রতি বার্সেলোনার আগ্রহের কথা অনেক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল চলছিল। তবে আলোচনা আগায়নি সে অর্থে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, চেলসির এ ডিফেন্ডারকে পেতে পথ খুঁজছে দলটি। এছাড়া সিজার আজপিলিকুয়েতার কাছ থেকেও চূড়ান্ত উত্তর শোনার অপেক্ষায় আছে ক্লাবটি।
জুলাইয়ের মাঝে কলিবালির সঙ্গে চুক্তি করতে পারে বার্সা
বার্সেলোনায় যোগ দিতে মুখিয়ে আছেন কালিদু কলিবালি। কিন্তু নাপোলির সঙ্গে চুক্তিটা তার ২০২৩ সাল পর্যন্ত। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, ইতালিয়ান ক্লাবটির সঙ্গে কোনো রকম নতুন চুক্তি করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন কলিবালির এজেন্ট। তাই তাকে মুফতে ছেড়ে দেওয়ার চেয়ে এ মৌসুমে বিক্রি করে দেওয়ার ভাবনায় রয়েছে তারা। তবে নিজেদের ক্লাবের আর্থিক জটিলতার বিষয়টি জুলাইয়ের মাঝেই জানতে পারবে কাতালানরা। তাই সে সময় পর্যন্ত এ চুক্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে এ সেনেগাল ডিফেন্ডারকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের মূল টার্গেট বেলিংহ্যাম
বরুসিয়া ডর্টমুন্ডে চলতি মৌসুমে দারুণ নজর কেড়েছেন জুড বেলিংহ্যাম। দ্য অ্যাথলেটিকের সংবাদ অনুযায়ী, এ ইংলিশ তারকাই ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান টার্গেট। তবে তাকে পেতে আগামী গ্রীষ্মে চেষ্টা চালাবে দলটি। আপাতত কোনো ধরণের প্রস্তাব দিবে না তারা।
ডি ইয়ংয়ের ৬০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে পেতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড। আর্থিক সমস্যার কারণে তাকে বিক্রি করতে চায় বার্সেলোনাও। তবে তার জন্য ১০০ মিলিয়ন ইউরো চায় দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের সংবাদ অনুযায়ী, ইউনাইটেডের করা ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এরমধ্যেই ফিরিয়ে দিয়েছে কাতালানরা। ডাচ মিডফিল্ডারকে পেতে তাদের প্রস্তাব আরও বড় করতে বলেছে ক্লাবটি।
Comments