ট্রান্সফার লাইভ: পিএসজিতে যোগ দিতে কাতারে জিদান
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
পিএসজিতে যোগ দিতে কাতারে জিদান
অনেকদিন থেকেই রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানকে চাইছে পিএসজি। তবে তা এখনও গুঞ্জন আকারে রয়ে গিয়েছে। এ গুঞ্জন ফের চাউর হয়েছে ফুটবল মহলে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিভোর সংবাদ অনুযায়ী, চুক্তি স্বাক্ষর করতে বর্তমানে কাতারে রয়েছে এ ফরাসি কিংবদন্তি। যদিও ফরাসি সংবাদমাধ্যম লা'কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে এ খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জিদানের পরামর্শক মিগলিয়াক্কো।
লিভারপুলকে হ্যাঁ বলেছেন নুনেজ
আলোচনার অগ্রগতি আগেই হয়েছিল। তবে মাঝে সেখানে বাগড়া দিয়ে তাকে ছিনতাই করার চেষ্টায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিমেইলের সংবাদ অনুযায়ী, শেষ পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছেন ডারউইন নুনেজ। বেনফিকার এ ২২ বছর বয়সী তরুণকে পেতে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে রেডদের।
চেলসির কাছে ম্যাচ টাইমের নিশ্চয়তা চায় স্টার্লিং
ম্যানচেস্টার ইউনাইটেডে খুব একটা নিয়মিত নন রহিম স্টার্লিং। দল বদল করে ঠিক একই পরিস্থিতিতে আর পড়তে চান এ ইংলিশ ফরোয়ার্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিমেইলের সংবাদ অনুযায়ী, দল বদল করলে ম্যাচ টাইমের নিশ্চয়তা চেয়েছেন তিনি। তাকে পেতে ৫০ থেকে ৬০ মিলিয়ন ইউরো খরচ হবে ব্লুজদের।
ম্যানচেস্টার ইউনাইটেডকে ইতিবাচক সাড়া দিয়েছেন ডি ইয়ং
অনেক দিন থেকেই বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে পেতে মরিয়া হয়ে চেষ্টা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এ ডাচ তারকা দল ছাড়তে চাইছেন না। তবে দ্য অ্যাথলেটিকের সংবাদ অনুযায়ী, অবশেষে মন গলেছে এ তারকার। ইউনাইটেডকে ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি। তাকে পেতে এরমধ্যেই ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ইংলিশ ক্লাবটি। মূলত ক্লাবের আর্থিক দুরবস্থা জন্য তাকে বিক্রি করছে বার্সেলোনা।
আন্তনিকে পেতে চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড
আয়াক্স ফরোয়ার্ড আন্তনিকে পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোলডটকমের সংবাদ অনুযায়ী, দুই পক্ষের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি রয়েছে। এ ব্রাজিলিয়ানকে পেতে ৬০ মিলিয়ন খরচ করতে হচ্ছে এরিক টেন হাগের দলকে।
আর্থুরে আগ্রহী আর্সেনাল
আগেও আগ্রহ দেখালেও মাঝে আর্থুর মেলোকে দলে টানার ইচ্ছা থেকে সরে এসেছিল আর্সেনাল। ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কেতোর সংবাদ অনুযায়ী, এ ব্রাজিলিয়ানের প্রতি ফের আগ্রহ দেখিয়েছে গানাররা। তবে এ মিডফিল্ডারের জন্য ৪৬ মিলিয়ন ইউরো চায় জুভেন্টাস। তবে চুক্তিতে গ্যাব্রিয়েল কাগালেস কিংবা গ্যাব্রিয়েল মার্তেনেল্লিকে রাখার আগ্রহও দেখিয়েছে ওল্ড লেডিরা।
পিএসজির কিমপেম্বেকে চায় চেলসি
আন্তনিও রুডিগার দল ছাড়ায় তার বিকল্প খুঁজতে মরিয়া চেলসি। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের সংবাদ অনুযায়ী, তার জায়গায় পিএসজির প্রেসনাল কিমপেম্বেকে চায় দলটি। ২৬ বছর বয়সী এ ডিফেন্ডার নতুন মৌসুমের জন্য টমাস টুখেলের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। আর এমনটা হলে থিয়াগো সিলভার সঙ্গে ফের দেখা যাবে এ জুটিকে।
লাউতারোর দিকে নজর চেলসি-পিএসজির
ইন্টার মিলান থেকে রোমেলু লুকাকুকে চলতি মৌসুমে দলে টেনে খুব একটা সুবিধা করতে পারেনি চেলসি। তাকে এ মৌসুমে ছেড়ে দিতে চায় দলটি। তার পরিবর্তে ইন্টারের আরেক তারকা লাউতারো মার্তিনেজে নজর দিয়েছে দলটি। এ আর্জেন্টাইনকে পেতে চায় ফরাসি ক্লাব পিএসজিও। এমন সংবাদই প্রকাশ করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোমার্কেতো। এদিকে ২৪ বছর বয়সী মার্তিনেজকে পাওয়ার দৌড়ে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদও।
Comments