ট্রান্সফার লাইভ: ভিয়ারিয়ালের মোরেনোতে আগ্রহী বার্সেলোনা
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
ভিয়ারিয়ালের মোরেনোতে আগ্রহী বার্সেলোনা
শেষ পর্যন্ত রবার্ট লেভানদোভস্কিকে না পেলে বিকল্প ভেবে রেখেছে বার্সেলোনা। বেশ কয়েকটি নামের সঙ্গে এবার উঠেছে ভিয়ারিয়ালের জেরার্দ মোরেনোর নামও। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিয়ো স্পোর্তের সংবাদ অনুযায়ী তাকে পেতে আগ্রহ দেখিয়েছে কাতালানরা। যদিও তার রিলিজ ক্লজ ১০০ মিলিয়ন ইউরো। তবে ৪০ মিলিয়ন ইউরো পেলেই এ গ্রীষ্মে তাকে ছাড়তে রাজী ক্লাবটি।
বেরার্দির দিকে নজর জুভেন্টাসের
পাওলো দিবালার বদলি হিসেবে আনহেল দি মারিয়াকে চেয়েছিল জুভেন্টাস। কিন্তু বার্সেলোনার আগ্রহের কারণে ঝুঁকিতে রয়েছে তারা। তাই বিকল্প ভাবতে শুরু করেছে ওল্ড লেডিরা। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোলডটকমের সংবাদ অনুযায়ী, সাসসুওলো ডোমেনিকো বেরার্দিকে ফেরাতে চায় তারা। এর আগে ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই মৌসুমে তুরিনের ক্লাবে খেলেছেন এ ফরোয়ার্ড।
লুকাকুকে ধারে পাঠাতে ভর্তুকি দিতে রাজী চেলসি
অনেক আশা নিয়েই মৌসুমের শুরুতে ইন্টার মিলান থেকে রোমেলু লুকাকুকে এনেছিল চেলসি। কিন্তু ব্লুজদের হতাশ করেছেন তিনি। ছন্দ হারিয়ে একাদশে জায়গাও হারিয়েছেন। তাই নতুন মৌসুমে তাকে ধারে পাঠাতে চায় দলটি। ইন্টার ফের তাকে নিতে আগ্রহী হলে তার উচ্চ বেতনের কারণে পিছিয়ে গিয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ইভিনিং স্টান্ডার্ডের সংবাদ অনুযায়ী, এ বেলজিয়ান তারকাকে ধারে পাঠাতে বেতনে কিছুটা ভর্তুকি দিতে রাজী ইংলিশ ক্লাবটি।
দি মারিয়াকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে জুভেন্টাস
পাওলো দিবালার শূন্যতা পূরণে আরেক আর্জেন্টাইন আনহেল দি মারিয়ার সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত ছিল জুভেন্টাসের। তবে হুট করেই ঢুকে পড়েছে বার্সেলোনা। তবে এ চুক্তি নিয়ে ঝুলে থাকতে নারাজ তুরিনের ক্লাবটি। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্তের সংবাদ অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্লাবটি।
নিউক্যাসলে যোগ দিতে পারেন আকে
দলের প্রত্যাশা সে অর্থে পূরণ করতে না পারায় নাথান আকেকে বিক্রি করে দিতে চাইছে ম্যানচেস্টার সিটি। তাকে পেতে চাইছেন তার সাবেক বস এডি হোয়ে। এ ডিফেন্ডারকে কিনে নিতে চায় নিউক্যাসল। এর আগে বোর্নমাউথে হোয়ের অধীনে খেলেছিলেন আকে।
রাফিনহার জন্য ৬৫ মিলিয়ন ইউরো চায় লিডস
উসমান দেম্বেলের শূন্যতা পূরণ করতে অনেক দিন থেকেই রাফিনহাকে পাওয়ার চেষ্টা করছে বার্সেলোনা। তবে অবশেষে ক্লাবটিকে এ ব্রাজিলিয়ানের দাম বেঁধে দিয়েছে লিডস ইউনাইটেড। তাকে পেতে হবে ৬৫ মিলিয়ন ইউরো খরচ করতে হবে কাতালানদের। এমনটাই জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
রিয়ালের সঙ্গে চুক্তির কাছাকাছি চুয়ামেনি
আউরেলিয়ান চুয়ামেনির জন্য মোনাকোর সঙ্গে চুক্তি অনেকটাই পাকা হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, খুব শীগগিরই স্বাক্ষর করবে দুই পক্ষে। লিভারপুল ও পিএসজির আগ্রহ থাকলেও এ তরুণের ইচ্ছার কারণে দৌড়ে এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
সিটিতে যেতে পারেন সাকা
হুট করেই বড় ঝামেলায় পড়েছে আর্সেনাল। এমনিতেই চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পাওয়ায় বড় কোনো খেলোয়াড়কে রাজী করাতে পারছে না তারা। তার উপর দলের অন্যতম ভরসা বুকোয়ো সাকার দিকে নজর দিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ সংবাদমাধ্যম ডেইলিমেইলের সংবাদ অনুযায়ী, তাকে পেতে চাইছে সিটিজেনরা।
Comments