ট্রান্সফার লাইভ: মানের জন্য বায়ার্নের ২৪ মিলিয়ন ইউরোর বিড প্রত্যাখ্যান লিভারপুলের
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
রোমায় যোগ দিচ্ছেন মাতিচ
রোমায় ফের মিল হতে যাচ্ছে জোসে মরিনহো ও নেমানজা মাতিচের। এর আগে ইউনাইটেড ও চেলসিতে মরিনহোর অধীনে খেলেছিলেন এ সার্বিয়ান ডিফেন্ডার। ইতালিয়ান সাংবাদিক ফ্যাবফ্রিজিও রোমানো জানিয়েছেন, রোমায় যোগ দিতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ ডিফেন্ডার।
মানের জন্য বায়ার্নের ২৪ মিলিয়ন ইউরোর বিড প্রত্যাখ্যান লিভারপুলের
মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন সাদিও মানে। তাকে পেতে চায় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের সংবাদ অনুযায়ী, তার জন্য করা প্রাথমিক ২৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রেডরা। যদিও এর সঙ্গে আরও ৪ মিলিয়ন অ্যাডঅন ছিল। মানের জন্য আরও বেশি পরিমাণ অর্থ চায় লিভারপুল।
মিলানের নতুন চুক্তি করতে যাচ্ছেন টোমোরি
এসি মিলানের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন ইংলিশ ডিফেন্ডার ফিকায়ো টোমোরি। ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোমার্কেতো জানিয়েছে, বার্ষিক তিন মিলিয়ন ইউরোর সঙ্গে বোনাসের প্রস্তাবে চুক্তি নবায়ন করতে রাজী হয়েছেন তিনি। ১১ বছর পর মিলানের স্তুদেত্তো জয়ে এবার দারুণ ভূমিকা রেখেছেন এ ডিফেন্ডার।
রোমায় যোগ দিতে চান ইস্কো
রোমায় ফের মরিনহোর অধীনে খেলতে চান ইস্কো। চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়েছেন তিনি। ইতালিয়ান সংবাদ মাধ্যম ক্যালসিওমার্কেতোর সংবাদ অনুযায়ী, তার এজেন্ট জর্জ মেন্ডেস এ নিয়ে কাজ করছেন। যদিও ৩০ বছর বয়সী এ তারকার জন্য আরও বেশ কিছু প্রস্তাবই রয়েছে।
মানের জায়গায় রাফিনহাকে চায় লিভারপুল
সাদিও মানে দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। তার প্রস্তাব মেনেও নিয়েছে লিভারপুল। তার জায়গায় লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে চায় দলটি। এ খেলোয়াড়ের জন্য অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা। তবে তার মূল্য পরিশোধ করতে না পারায় এখনও কোনো চুক্তি হয়নি। এ ব্রাজিলিয়ানের জন্য ৬০ মিলিয়ন পাউন্ড চায় লিডস।
সিটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টার্লিং
অনেক দিন থেকেই গুঞ্জন ছিল মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন রহিম স্টার্লিং। তাকে পেতে মুখিয়ে ছিল চেলসি, আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার্স। কিন্তু তাদের হতাশ করে সিটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।
Comments