ট্রান্সফার লাইভ: মানের জন্য ৪১ মিলিয়ন ইউরো প্রত্যাশা লিভারপুলের
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
হাকিমির প্রতি আগ্রহী চেলসি
দ্য অ্যাথলেতিকের সংবাদ অনুযায়ী, পিএসজির ফুলব্যাক আশরাফ হাকিমির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চেলসি। মরক্কোর এই রাইটব্যাককে গ্রীষ্মের ট্রান্সফারে চায় দলটি। ৬০ মিলিয়ন ইউরো খরচ করে গত মৌসুমে তাকে ইন্টার মিলান থেকে কিনেছিল পিএসজি।
পেরিসিচের মেডিক্যাল
ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তের সংবাদ অনুযায়ী, মেডিক্যাল করতে লন্ডনে পৌঁছেছেন ইভান পেরিসিচ। আগামী ৩০ জুন ইন্টার মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে ৩৩ বছর বয়সী এ মিডফিল্ডারের। ফ্রি ট্রান্সফারে যোগ দিচ্ছেন টটেনহ্যাম হটস্পার্সে।
রুডিগারের ঘোষণা
চেলসির সেন্টার ব্যাক আন্তনিও রুডিগারের সঙ্গে চুক্তি প্রায় পাকা রিয়াল মাদ্রিদের। খুব শীগগিরই এ ঘোষণা দিতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এমনটাই জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। স্টামফোর্ড ব্রিজে আগামী ৩০ জুন চুক্তির মেয়াদ ফুরচ্ছে এ জার্মান তারকার। ফ্রি ট্রান্সফারে যোগ দিচ্ছেন রিয়ালে।
কন্তেকে হারাতে চান না টুখেল
দ্য অ্যাথেলতিকের সংবাদ অনুযায়ী, কোনোভাবেই এনগোলো কন্তেকে হারাতে চান না চেলসি বস টমাস টুখেল। ক্লাবকে এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এ জার্মান কোচ। ক্লাবের সঙ্গে আর ১২ মাসের চুক্তি রয়েছে কন্তের। তাকে পাওয়ার চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এনকুঙ্কু ফিরতে পারেন পিএসজিতে
৫১ ম্যাচে ৩৫টি গোলের পাশাপাশি ২০টি অ্যাসিস্ট করে চলতি মৌসুমের সবচেয়ে আলোচিত খেলোয়াড়ের নাম আরবি লাইপজিগের ক্রিস্টোফার এনকুঙ্কু। তাকে পাওয়ার দৌড়ে রয়েছে বেশ কিছু ক্লাবই। তবে পার্ক দে প্রিন্সেসে ফেরার ইঙ্গিত দিয়েছেন এ ফরাসি তরুণ, 'প্যারিস আমার বাড়ি, আমার প্রিয় ক্লাব। আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। ফুটবলে সবকিছুই সম্ভব। বিশ্বের বড় বড় ক্লাব আমার জন্য আগ্রহ দেখাচ্ছে যা আমার জন্য খুবই ভালো। এটা দেখাও দারুণ যে, লাইপজিগ আমাকে ধরে রাখার জন্য সব চেষ্টাই করছে।'
সাদিও মানের জন্য ৪১ মিলিয়ন ইউরো প্রত্যাশা লিভারপুলের
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষেই সতীর্থদের বিদায় জানিয়েছেন সাদিও মানে। তাকে দলে নেওয়ার ব্যাপারে সবচেয়ে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ। অ্যানফিল্ডের সঙ্গে অবশ্য এখন ১ বছরের চুক্তি রয়েছে তার। তবে তার জন্য কমপক্ষে ৪১ মিলিয়ন ইউরো (৩৫ মিলিয়ন পাউন্ড) আশা করছে লিভারপুল।
লংলেকে চায় আর্সেনাল, টটেনহ্যাম ও নিউক্যাসল
এই গ্রীষ্মে ক্লেমো লংলের দল ছাড়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। তবে তাকে আপাতত ধারে পাঠাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, তাকে পেতে আগ্রহী আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার্স, নিউক্যাসল ও এভারটনের মতো ইংলিশ ক্লাবগুলো। তবে এখনও কোনো চুক্তি হয়নি।
স্পোর্তিং লিসবনে যোগ দিতে পারেন ত্রিনকাও
আগামী গ্রীষ্মে নিজ দেশের ক্লাব স্পোর্তিং লিসবনে যোগ দিতে পারেন ফ্রান্সিস্কো ত্রিনকাও। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, কিনে রাখার অপশন রেখে বার্সেলোনা থেকে তাকে ধারে আনার প্রত্যাশা করছে পর্তুগিজ ক্লাবটি।
Comments