চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের পক্ষে গলা ফাটাবেন এমবাপে
একেবারে শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ার আগে কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া প্রায় নিশ্চিত ছিল। স্প্যানিশ ক্লাবটিতে যোগ না দেওয়ায় তারা যে হতাশায় পুড়ছে, সেটা বুঝতে পারছেন তিনি। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করা এই ফরাসি স্ট্রাইকার আরও জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের হয়ে গলা ফাটাবেন।
এক বছর আগে থেকেই সান্তিয়াগো বার্নাব্যুর দলটিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন এমবাপে। দুই পক্ষের মধ্যে মৌখিক সমঝোতাও হয়ে গিয়েছিল। কিন্তু গত শনিবার বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন ২৩ বছর বয়সী এমবাপে। রিয়ালের সকল প্রচেষ্টাকে বিফল করে আগামী ২০২৫ সাল পর্যন্ত স্বদেশি ক্লাবটিতে থাকছেন তিনি।
সিদ্ধান্ত পাল্টে 'ইউ-টার্ন' নেওয়ায় রিয়াল যে আক্ষেপ করছে, তা অজানা থাকেনি এমবাপের কাছে। সেকারণে আগের দিন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। সেখানে পিএসজির সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তি করার কারণ বাখ্যা করেছেন তিনি।
— Kylian Mbappé (@KMbappe) May 22, 2022
চিঠির চতুর্থ অনুচ্ছেদে রিয়ালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিশ্বকাপজয়ী এমবাপে লিখেছেন, 'আমি আন্তরিকভাবে রিয়াল মাদ্রিদ ও তাদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানাতে চাই। এমন একটি দুর্দান্ত ক্লাবের আমাকে চাওয়ার পেছনে যে ভাগ্য ও বিশেষত্ব দরকার, সেটা আমি চিহ্নিত করতে পারি।'
এরপর তিনি যা বলেছেন, তা রিয়াল ভক্তদের কাছে 'গরু মেরে জুতা দান' করার মতো মনে হতে পারে, 'আমি রিয়ালের হতাশা বুঝতে পারছি। প্যারিসে, যেখানে আমার বাড়ি, সেখানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (লিভারপুলের বিপক্ষে) আমি তাদেরকে সমর্থন করব।'
সদ্যসমাপ্ত ফরাসি লিগ ওয়ানের শিরোপা জেতা পিএসজিতে চুক্তিবদ্ধ হয়ে আনন্দিত এমবাপে, 'ফ্রান্স, যে দেশে আমার জন্ম হয়েছে, বেড়ে উঠেছি এবং নিজেকে পরিপূর্ণ করেছি, সেখানে থেকে আরও উন্নতি করার সুযোগ পেয়ে আমি খুশি।'
২০২১-২২ মৌসুমের লিগে সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হয়েছেন এমবাপে। ৩৫ ম্যাচে নিজে ২৮ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৯ গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৩৯ গোল ও ২৬ অ্যাসিস্ট রয়েছে তার। ১৭১ গোল নিয়ে পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি।
Comments