অবশেষে বেতন কমিয়ে বার্সার সঙ্গে চুক্তি দেম্বেলের

রাফিনহার সঙ্গে চুক্তি করার পর ২৪ ঘণ্টাও পার হয়নি। এরমধ্যেই নতুন আরও একটি চুক্তি করেছে বার্সেলোনা। তাও আবার একই পজিশনের খেলোয়াড়। নিজেদের ক্লাব থেকে জুনের শেষে ফ্রি এজেন্ট হয়ে যাওয়া উসমান দেম্বেলের সঙ্গে। কারণ বেতন কমিয়ে চুক্তি নবায়নের রাজী হয়েছেন এ ফরাসি তারকা।

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফুটবল ক্লাব বার্সেলোনা। বিজ্ঞপ্তিতে তারা জানায়, আগামী ৩০ জুন ২০২৪ পর্যন্ত একটি চুক্তিতে সম্মত হয়েছে এফসি বার্সেলোনা এবং খেলোয়াড় উসমান দেম্বেলে। সামাজিকমাধ্যমে এ নিয়ে একাধিক পোস্টও দেয় ক্লাবটি।

দেম্বেলের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে অবশ্য আলোচনা চলছিল গত মৌসুমের শুরু থেকেই। ক্লাবের আর্থিক সমস্যার কারণে বেতন-ভাতা কিছুটা কমাতে বলেছিল ক্লাবটি। কিন্তু এ ফরাসি তরুণ রাজী হননি, উল্টো আরও বেশি বেতন দাবি করেন। এ নিয়ে দফায় দফায় আলোচনা।

শেষে দেম্বেলের চুক্তি থেকে সরে আসে ক্লাবটি। কিন্তু দলটির প্রধান কোচ জাভি হার্নান্দেজ তার পরিকল্পনায় চাইছেন এ তারকাকে। যে কারণে ক্লাব কর্তৃপক্ষকে চাপ দিয়েছেন বারবার। তাও লাভ হচ্ছিল না। বিকল্প খেলোয়াড় হিসেবে রাফিনহাকে এনে দেন জাভিকে। তবে তাতেই যেন কাজ হয়ে যায়। পরে নিজের বেতন কমাতে রাজী হন দেম্বেলে।

ক্লাব থেকে খোলাসা করে না জানালেও, স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, ৪০ শতাংশ বেতন কমাতে রাজী হয়েছেন দেম্বেলে। বিভিন্ন ক্লাব থেকে এরচেয়ে অনেক বেশি বেতনের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত বার্সেলোনাকেই বেছে নেন এ তরুণ। সংবাদ অনুযায়ী, এ চুক্তিতে মুখ্য ভূমিকা নিজেই রেখেছেন দেম্বেলে। তবে এ চুক্তির মাধ্যমে দেম্বেলেকে নিয়ে আলোচনা শেষ হয়ে যাচ্ছে না। বেতন কমাতে রাজী হলেও নানা ধরণের বোনাস রয়েছে তার চুক্তিতে।

২০১৭ সালে নেইমার দল ছাড়ার পর তড়িঘড়ি করে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১৪০ মিলিয়ন ইউরো খরচ করে দেম্বেলেকে কিনে আনে বার্সেলোনা। তবে লাভ হয়নি দলটির। পাঁচ বছরে ১৫০টি ম্যাচ খেলে করেছেন ৩২ গোল। ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই নানা কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে বেশির ভাগ সময়। যদিও গত মৌসুমে জাভির অধীনে খেলেছেন দুর্দান্ত। সে ভরসায় তাকে ধরে রাখার জন্য চাপ দিয়েছেন জাভি।

Comments

The Daily Star  | English

Chinmoy followers clash with cops in Ctg; lawyer killed

The deceased, 32-year-old Saiful Islam, is a member of Chattogram District Bar Association

22m ago