ভিসা বাতিলের বিরুদ্ধে জোকোভিচের আপিল, শুনানি আজ
অস্ট্রেলিয়ার মূলধারার সব গণমাধ্যমের শিরোনাম এখন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। দেশটির সীমান্ত বাহিনী (এবিএফ) নয়বারের অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ী এই সার্বিয়ান তারকার অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করেছে। এ নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক এক বিবৃতিতে বলেছেন, 'আমি আমাদের নোভাককে বলছি যে পুরো সার্বিয়া তার সঙ্গে আছে এবং আমাদের সংস্থাগুলো বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়ের হয়রানির অবসান ঘটানোর জন্য সবকিছু করছে।'
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'সীমান্ত রক্ষার দায়িত্বে যারা আছেন, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। একজন সেলিব্রিটি, একজন রাজনীতিবিদ, একজন টেনিস খেলোয়াড়, একজন সাংবাদিককে অন্যদের থেকে বেশি প্রশ্ন করা হবে বলে তারা আশা করতে পারেন।'
জোকোভিচ তার ভিসা বাতিলের অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে আইনিভাবে চ্যালেঞ্জ করেছেন। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় বিকেল ৪টায় আপিলের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় নথিপত্র আদালতে যথা সময়ে না পৌঁছানোয় বিচারক শুনানির সময় পুনর্নির্ধারণ করেন। ফেডারেল কোর্টে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আপিলের শুনানি হবে।
মেলবোর্ন বিমানবন্দরে ৯ ঘণ্টা আটক থাকার পর জোকোভিচকে কার্লটন হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের রায় তার বিপক্ষে গেলে সেখান থেকেই তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে।
৩৪ বছর বয়সী টেনিস তারকা জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে আগের দিন অস্ট্রেলিয়ার মেলবোর্ন এয়ারপোর্টে পৌঁছান। তার কোভিড-১৯ টিকা নেওয়া নেই। অস্ট্রেলিয়ার বর্তমান সীমান্ত আইনে বলা হয়েছে, ২ ডোজ টিকা ছাড়া কাউকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments