এশিয়া কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

ছবি: ফিরোজ আহমেদ

টুর্নামেন্টের তারিখ প্রকাশিত হয়েছিল আগেই। এবার এশিয়া কাপের গ্রুপ ও সূচিও ঠিক হয়ে গেল। 'বি' গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের গ্রুপে।

ছয় দলের এশিয়া কাপ টি-টোয়েন্টির আসরে তিনটি দলকে নিয়ে করা হয়েছে দুই গ্রুপ। 'এ' গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। 'বি' গ্রুপের তিনটি দলই টেস্ট মর্যাদা সম্পন্ন। সেদিক থেকে সহযোগী একটি দেশকে পাচ্ছে ভারত-পাকিস্তান।

দুই গ্রুপ থেকে সেরা চার দল উঠবে সুপার ফোরে। সুপার ফোরে আবার প্রতিটি দল প্রতিটি দলের মুখোমুখি হবে একবার করে। ১১ সেপ্টেম্বর সেরা দুই দল খেলবে ফাইনালে।

২৬ অগাস্ট দুবাইতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ অগাস্ট। শারজাহ আফগানিস্তানের বিপক্ষে নামবে সাকিব আল হাসানের দল।

১ সেপ্টেম্বর দুবাইতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। পরের রাউন্ডে উঠতে পারলে আরও ম্যাচ পাবে বাংলাদেশ। না হলে ফিরতে হবে দুই ম্যাচ খেলেই। 
এশিয়া কাপের সূচি 

Asia Cup Fixture

 

 

 

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

9h ago