সাকিবকে ছাড়া শুরু বাংলাদেশের অনুশীলন

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ শুক্রবার থেকে অনুশীলন শুরু করে টাইগাররা। তবে সেখানে নেই দলের সেরা তারকা সাকিব আল হাসান। কোয়ারেন্টিন জটিলতায় আজ দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার পর মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গিয়েছিলেন সাকিব। ফিরেছেন ২৪ আগস্ট দিবাগত রাতে। বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টিন শেষ হচ্ছে আজ। তাই আগামীকাল শনিবার থেকে অনুশীলন যোগ দিতে পারবেন বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিন সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নামে বাংলাদেশ। সাকিব ছাড়া দলের সবাই যোগ দিয়েছেন এ ক্যাম্পে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাঁচ দিন অনুশীলনের সুযোগ রয়েছে তাদের। অন্যদিকে নিউজিল্যান্ড দল তাদের অনুশীলন শুরু করবে আজ বিকেল থেকে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এ সিরিজ খেলতে গত ২৪ আগস্ট ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দল।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

Comments