শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে বিজয়-রাহী
শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের দলে রাখা হয়েছে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে রেকর্ড গড়া এনামুল হক বিজয়কে। ডাক পেয়েছেন লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা না পাওয়া পেসার আবু জায়েদ রাহীও।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি একাদশের সদস্যদের নাম জানানো হয়েছে। দলের নেতৃত্বে থাকছেন ডানহাতি ব্যাটার মোহাম্মদ মিঠুন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে কেবল অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত আছেন প্রস্তুতি ম্যাচের দলে।
প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আলো ছড়ান বিজয়। ১৫ ম্যাচে ৮১.২৫ গড়ে ১১৩৮ রান আসে তার ব্যাট থেকে। লিস্ট 'এ' স্বীকৃতি পাওয়ার পর প্রথম ব্যাটার হিসেবে প্রিমিয়ার লিগে হাজার রানের কীর্তি গড়েন তিনি। অন্যদিকে, বাংলাদেশের সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে না খেলেই টেস্ট দল থেকে বাদ পড়েন রাহী। পরবর্তীতে এ নিয়ে গণমাধ্যমে ক্ষোভ ও হতাশাও ঝাড়েন তিনি। বাজে ফর্মের কারণে জাতীয় দলে জায়গা হারানো ওপেনার সাদমান ইসলামকেও রাখা হয়েছে বিসিবি একাদশে।
প্রস্তুতি ম্যাচের দলে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ খেলে আসা পেসার রিপন মন্ডল ও মুশফিক হাসান। এনামুল হক নামে আরেক পেসারকেও রাখা হয়েছে। এই তরুণ গত জাতীয় লিগে খেললেও প্রিমিয়ার লিগে কোনো ম্যাচ খেলেননি।
আগামীকাল রোববার সকালে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা টেস্ট দল। বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের সিরিজের আগে সাভারের বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে খেলবে তারা। আগামী ১০ ও ১১ মে অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ:
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান, আবু জায়েদ রাহী।
Comments