'মুশফিক সম্ভবত আর টি-টোয়েন্টিতে কিপিং করতে চায় না'
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে উইকেটের পেছনে গ্লাভস হাতে মুশফিকুর রহিমকে দেখতে পাওয়ার কথা ছিল। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো সিরিজ শুরুর আগে জানিয়েছিলেন এমনটাই। কিন্তু এদিন দেখা গেল ভিন্ন চিত্র। ম্যাচের পর ডমিঙ্গো দিলেন আরও বড় খবর। তিনি জানালেন, মুশফিক হয়তো আর এই সংস্করণে উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে চান না।
কয়েক দিন আগে ডমিঙ্গো জানিয়েছিলেন, প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে গ্লাভস হাতে দেখা যাবে মুশফিককে। কিন্তু রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উইকেটরক্ষক হিসেবে দেখা যায় সোহানকে। তাতে শুরু হয় নানা জল্পনা-কল্পনার।
ম্যাচের পর বাংলাদেশের কোচ জানান মুশফিকের কিপিং না করার কারণ, 'এখানে একটু বদল এসেছে। প্রাথমিকভাবে মুশফিকের সঙ্গে আমি কথা বলেছিলাম। দ্বিতীয় ম্যাচের পর ওর কিপিং করার কথা ছিল। কিন্তু মুশফিক আমাকে বলেছে, সে সম্ভবত টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না।'
মুশফিকের ভাবনায় বদল আসায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাতেও এসেছে পরিবর্তন। উইকেটরক্ষক হিসেবে সোহান ও লিটন দাসের দিকে এখন তাদের নজর বলে উল্লেখ করেন ডমিঙ্গো, 'আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না, মুশফিকের আর এই সংস্করণে কিপিং করার প্রবল ইচ্ছা আছে। এই সিরিজে তাই এই দায়িত্ব পালনের জন্য সোহান ও সম্ভবত লিটনের দিকেই মনোযোগ দিতে হবে।'
উইকেটের পেছনে সোহানের সময়টা যাচ্ছে ভালো-মন্দ মিশিয়ে। আগের ম্যাচে একটি রানআউট করতে গিয়ে গ্লাভস দিয়ে আগেই স্টাম্প ভেঙে দেওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। তবে দক্ষতা দেখিয়ে আগেই নজরকাড়ায় তার উপরই আস্থা রাখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
ভাগাভাগি করে উইকেটকিপিংয়ের সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনার জন্ম হয় দেশের ক্রিকেটে। প্রক্রিয়া নিয়েও ওঠে প্রশ্ন। তবে সেসবের মাঝেও একদম ভিন্ন রকমের পরিকল্পনা দেখতে কৌতূহল ছিল সবার। কিন্তু তা পূরণ হয়নি।
Comments