মুশফিক খুশি মনেই মেনে নিয়েছে: মাহমুদউল্লাহ

Mushfiqur Rahim
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

নিউজিল্যান্ড সিরিজে উইকেটকিপিং পজিশন নুরুল হাসান সোহান ও মুশফিকুর রহিমকে ভাগাভাগি করার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রথম চার ম্যাচে পারফরম্যান্সের ভিত্তিতে ঠিক করা হবে শেষ ম্যাচের কিপার। একদম ব্যতিক্রমী এই সিদ্ধান্ত নিয়ে এরমধ্যে চলছে আলোচনা। সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা যেমন এটাকে বলছেন 'অসুস্থ প্রতিযোগিতা'। কিন্তু অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, মুশফিক নিজে এই সিদ্ধান্ত খুশি মনেই মেনে নিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে কিপিং করবেন সোহান, পরের দুটিতে মুশফিক। শেষ ম্যাচের কিপার ঠিক হবে আগের চার ম্যাচে দুজনের পারফরম্যান্সের ভিত্তিতে। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

এই ঘোষণার পরই শুরু হয় বিভিন্নমুখী আলোচনা। মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন এতে দলে কোনই প্রভাব পড়ছে না, মুশফিক নিজেই এই লড়াই সানন্দে মেনে নিয়েছেন, 'প্রভাবের কিছু নেই। মুশফিক দুর্দান্ত টিমমেট। মুশফিক খুশি মনেই তার অভিজ্ঞতা সোহানের সঙ্গে শেয়ার করছে। সোহান কিপিংয়ে দুর্দান্ত, মুশফিকও অসাধারণ।'

শুধু সোহান-মুশফিকই না, দলে থাকা লিটন দাসের কিপিং দক্ষতাও উঁচুমানের। কিপিং নিয়ে তাই সংকট নয়, মধুর সমস্যা দেখছেন মাহমুদউল্লাহ, 'দুইজনই ভালো কিপিং করছে। মুশফিক দুর্দান্ত অনেক বছর ধরেই। লিটনের কিপিং নিয়ে কথাই হয়নি (হেসে).....। আমার মনে হয় সবাই এই মুহূর্তে একই। এটা নিয়ে কোন কিছু নেই। সবাই খুব ইতিবাচক ভাবে নিয়েছে।'

Comments