বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে কোচের সঙ্গে একই সুর মাহমুদউল্লাহর
নিউজিল্যান্ডের সিরিজের আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলে সেটা দারুণ হতো বলে জানিয়েছিলেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। একই মতো দিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। তাদের দুজনেরই মত এমনটা হলে এই সিরিজটা ক্রিকেটাররা খেলতে পারতেন নির্ভার হয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সর্বশেষ তারিখ ১০ সেপ্টেম্বর। সেদিনই শেষ হবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ। অন্তত শেষ ম্যাচের আগে দল দেওয়া হবে এটা নিশ্চিত।
আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ জানান, দল তারা চূড়ান্তই করে ফেলেছেন। নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স তাই খুব একটা প্রভাবক হবে না। কাজেই দল জানিয়ে দিলে ক্রিকেটাররা ভীতি ছাড়া খেলতে পারতেন এই সিরিজ।
মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একই সুর অধিনায়কের কণ্ঠেও, 'দল নিয়ে আমার মনে হয় যে সব ঠিক হয়ে গেছে। কোচ ও আমারও কথা হয়েছে। আমরা এক জায়গাতেই আছি। আমি আশা করছি নির্বাচকরা খুব তাড়াতাড়ি দলটা দিয়ে দেবেন। সম্ভবত এটা ভালো হতো। যদি সিরিজের আগে দলটা দিয়ে দিলে হয়তবা খেলোয়াড়রা নির্ভার থাকতে পারত। একইসঙ্গে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের কাজ হচ্ছে খেলা।'
এখনো পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপ স্কোয়াডের কোন সদস্যকেই বাংলাদেশ সফরে পাঠায়নি কিউইরা।
Comments