বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা টেস্ট দলে একগাদা বদল
বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চলতি মাসে হতে যাওয়া সিরিজের জন্য স্কোয়াডে একগাদা বদল এনেছে লঙ্কানরা।
বুধবার এক বিবৃতিতে দল দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেখানে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার। তারা হলেন উইকেটরক্ষক ব্যাটার কামিল মিশারা, স্পিন বোলিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস, বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা ও লেগ স্পিনার সুমিন্দা লাকশান।
ভারত সফরে সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল লঙ্কানরা। সবমিলিয়ে ওই দলে পরিবর্তন আনা হয়েছে আটটি। দলে ফিরেছেন ওশাদা ফার্নান্দো, রমেশ মেন্ডিস, কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় স্বাভাবিকভাবেই নেই সুরঙ্গা লাকমল। বিশ্রাম পেয়েছেন লাহিরু কুমারা ও দুশমন্থা চামিরা। পিঠের চোটের কারণে নেই পাথুম নিসাঙ্কা। জায়গা হারিয়েছেন চারিথ আসালাঙ্কা ও জেফ্রি ভ্যান্ডারসে।
আগামী রোববার বাংলাদেশে পা রাখবে লঙ্কানরা। মূল লড়াইয়ের আগে সাভারের বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আগামী ১৫ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পরের টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।
শ্রীলঙ্কা স্কোয়াড:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুমিন্দা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রভিন জয়াবিক্রমা ও লাসিথ এমবুলদেনিয়া।
Comments