প্রথম টি-টোয়েন্টির জন্য পাকিস্তানের ১২ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির জন্য ১২ জনের দল দিয়েছে সফরকারী পাকিস্তান। বৃহস্পতিবার সকালে বাবর আজমের নেতৃত্বাধীন এই দলের সদস্যেদের নাম ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো পাকিস্তান পুরো শক্তির দল নিয়েই বাংলাদেশে এসেছে। কেবল অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলেন সফর থেকে।

ঘোষিত দলে অধিনায়ক বাবরের পাশাপাশি বিশ্বকাপে আলো ছড়ানো মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, ফখর জামান, শাদাব খান, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি আছেন। রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিতে ম্যাথু ওয়েডের ভীষণ গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দেওয়া হাসান আলীকেও। তবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে পাওয়ার হিটিংয়ে তাক লাগিয়ে দেওয়া আসিফ আলির নাম সেখানে অনুপস্থিত।

১২ সদস্যের দলের বাকিরা হলেন হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। 

আগামীকাল শুক্রবার দুপুর দুইটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে পরদিন। ২২ নভেম্বর হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।

১২ সদস্যের পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, ফখর জামান, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

10h ago