প্রথম ঘণ্টায় দারুণ বোলিং, পরে আলগা চাপ

Shoriful Islam
উইকেট পেয়ে শরিফুলের উল্লাস ছবি: আইসিসি টুইট

নিউজিল্যান্ডের কন্ডিশনে শুরুতে পেস বোলারদের জন্য থাকে অনেক রসদ। বাউন্স, মুভমেন্টের সেই সুবিধা কাজে লাগিয়ে বল করতে নেমে জ্বলে উঠেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা। শুরুতেই মেলে উইকেট। তবে চোয়ালবদ্ধ দৃঢ়তায় শুরুর ওই সময়টা পার করে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে নিউজিল্যান্ড।

শনিবার মাউন্ট মাঙ্গানুই টেস্টে শুরুটা তাই দারুণ হলে তা ধরে রাখা যায়নি। প্রথম দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত  ২৭  ওভারে কিউইরা তুলেছে ১ উইকেটে ৬৬  রান।

১ রানে প্রথম উইকেট পড়ার পর   ৬৫  জুটি গড়ে ক্রিজে আছেন ডেভন কনওয়ে-উইল ইয়ং। কনওয়ে ব্যাট করছেন ৩৬ রানে, ইয়ং ক্রিজে আছেন ২৭ রান করে।

অথচ প্রথম ঘণ্টায় ১৩ ওভারে বাংলাদেশ দিয়েছিল মাত্র ১৫ রান। তাসকিন শুরুতেই বাউন্স-মুভমেন্টে কাঁপিয়ে দেন। তবে সাফল্য আসে শরিফুলের হাত ধরে। বাঁহাতি এই পেসার দুই দিকেই বল মুভ করাচ্ছিলেন।

চতুর্থ ওভারে কিউই কাপ্তান টম ল্যাথাম তার মুভমেন্টে পরাস্ত হয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। বাম দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ হাতে জমান লিটন দাস।

কনওয়েকেও এরপর দ্রুতই ফিরিয়ে দিতে পারতেন শরিফুল। ভেতরে ঢোকা বলে পরাস্ত হয়ে প্যাডে লাগান কনওয়ে। আম্পায়ার জোরালো আবেদন নাকচ করার পর রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু বল ট্রেকিং প্রযুক্তিতে দেখা যায় আম্পায়ার্স কলে বেঁচে যান কনওয়ে।

ছবি: আইসিসি টুইট

পেসাররা চাপ বহালই রাখছিলেন। তাসকিন তার প্রথম ৫ ওভারে দেন মাত্র ১ রান। তিনি সরে যাওয়ার পর ইবাদত হোসেন এসে আর সেই চাপ রাখতে পারেননি। ফুললেন্থে বল ফেললেও বাকি দুজনের মতো কোন মুভমেন্ট আদায় করতে পারছিলেন না। তার বল খেলা তাই সহজ হয়ে যায় ব্যাটসম্যানদের।

প্রথম ঘন্টার পর তাসকিন-শরিফুলের বল থেকেও বেরুতে থাকে রান। নিউজিল্যান্ড পেয়ে যায় স্বস্তির সময়। 

 

Comments

The Daily Star  | English

Nation mourns lost children

The death toll from the jet crash at Milestone School and College rose to 32 yesterday, as the nation reeled from shock and grief following the country’s deadliest aviation tragedy in years.

8h ago