টি-টোয়েন্টিতে এক বছরে এত ম্যাচ আগে জেতেনি বাংলাদেশ

ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করেছে বাংলাদেশ। নিজেদের আঙিনায় নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জেতার দ্বারপ্রান্তে রয়েছে তারা। এমন পারফরম্যান্সে ইতোমধ্যে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সফলতম বছরের দেখা পেয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীরা।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এতে চলতি বছর এই সংস্করণে ১৩ ম্যাচ খেলা বাংলাদেশের জয়ের সংখ্যা বেড়ে হয়েছে আটটি। অতীতে কোনো পঞ্জিকা বর্ষেই টি-টোয়েন্টিতে এতগুলো ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আরও তিনটি ম্যাচ বাকি রয়েছে। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই আসরের পর আরও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলে রেকর্ড সমৃদ্ধ করার সুবর্ণ সুযোগ রয়েছে মাহমুদউল্লাহদের সামনে।

ক্রিকেটের আধুনিকতম সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ জেতার আগের কীর্তিটি ছিল ২০১৬ সালে। ওই বছরে ১৬ ম্যাচের সাতটিতে জিতেছিল তারা। ২০১৮ সালে ১৬ ম্যাচে জয়ের সংখ্যা ছিল পাঁচটি। এছাড়া, ২০১২ ও ২০১৯ সালে টাইগাররা জিতেছিল চারটি করে ম্যাচ।

গত মার্চে বছরের প্রথম টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের মাঠে ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে সফরে জয় আসে ২-১ ব্যবধানে। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ পায় তারা। অজিদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে আছে ২-০ ব্যবধানে।

Comments

The Daily Star  | English

Effective tariff for RMG exports to US climbs to 36.5%: BGMEA

The tariff will be a bit less if 20% of the cotton used in garment production is sourced from the USA

2h ago