'কেউ তিন-চার-পাঁচ ম্যাচ খারাপ খেললে ফর্মের বাইরে চলে যায় না'

ছবি: ফিরোজ আহমেদ

সাত মাস পর জাতীয় দলের জার্সিতে ফেরার অভিজ্ঞতা সুখকর হয়নি তামিম ইকবালের। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। তিন ম্যাচে সবমিলিয়ে এই বাঁহাতি ওপেনার করেন মাত্র ৩১ রান। এমন বিবর্ণ পারফরম্যান্সে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন, গুটিকয়েক ম্যাচে রান না পাওয়ায় তিনি বিচলিত নন।

বুধবার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে অনুশীলন করেছেন তামিম। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনি কাজ করছেন ব্যাটিং কোচ জেমি সিডন্সের অধীনে কাজ করছেন তিনি।

সাম্প্রতিক সিরিজে রান না পাওয়ার অর্থ ফর্ম হারিয়ে ফেলা নয় বলে মনে করেন তামিম, 'আমি সব সময় একটা কথা বলি, কেউ যদি তিন ইনিংস, চার ইনিংস, পাঁচ ইনিংসে রান না করে, সে আউট অব দ্য ফর্ম (ফর্মের বাইরে) চলে যায় না। কেউ যদি দশ ইনিংস পর এক ইনিংসে ভালো খেলে, সে ফর্মে এসে যায় না। তাই অনেক সময় দরকার হয়। আমি যেটা বলতে পারি, আমি প্রক্রিয়া অনুসরণ করব। রান যদি আসে তো আসলো, না আসলে আমি চিন্তিত না। কারণ, আমি জানি আজ বা কাল যখন আমার সময় আসবে, তখন বড় রান করব।'

আফগানদের মুখোমুখি হওয়ার আগে তামিম শেষবার বাংলাদেশের হয়ে খেলেছিলেন গত বছর জুলাইতে। জিম্বাবুয়েতে ওই সফরের শেষ ওয়ানডেতে তিনি করেছিলেন সেঞ্চুরি। তার ৯৭ বলে ১১২ রানের ঝড়ো ইনিংসে ২৯৯ রান তাড়া করে ৫ উইকেট জিতেছিল টাইগাররা।

সমালোচনা শুনে নিজের ওপর চাপ তৈরি করতে নারাজ তামিম। তার মতে, ক্যারিয়ার বড় হলে উত্থান-পতন থাকবেই, 'চাপ তৈরি করার চেয়ে… আমি নিজের পারফরম্যান্সে অনেক গর্ব অনুভব করি। নিজের ব্যাটিং নিয়ে গর্ব করি। যখন রান করি না, আমার খারাপ লাগে। মানুষ কী বলছে না বলছে… এটা হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি আমি হতাশ হই মাঝে মাঝে। এত বছর ধরে খেলে একটা জিনিস শিখতে পেরেছি, আসলে... এক সিরিজ, দুই সিরিজ, তিন সিরিজ... যেখানে আপনি ভালো খেলবেন না। তারপর টানা তিন সিরিজ ভালো খেলবেন। আমার ক্যারিয়ার না, যাদেরই বড় ক্যারিয়ার আছে, সবারই এটা হয়। আবার হতে পারে একটানা এক বছর ধরে ভালো খেলছে। এটাই ক্রিকেট, এটাই জীবন।'

কয়েকটি ম্যাচে রান না পেলে উদ্বিগ্ন হন না তামিম। নিজের সামর্থ্যের ওপর আস্থা রয়েছে তার, 'কোনো ভুল যদি করেন, সেটা শুধরে নেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন। দেখবেন, আপনার সময়ে আপনি ঠিকই রান পাচ্ছেন। রান না করলে আমি অতটা উদ্বিগ্ন হই না। আমার দলে যদি অন্য কেউ রান না করে, আমি ওইটা নিয়েও উদ্বিগ্ন হই না। কারণ, আমি জানি প্রত্যেকে সামর্থ্যবান ক্রিকেটার। যখন তাদের সময় আসবে, তারাও রান করবে।'

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

4h ago