কিপিং নিয়ে লড়াইয়ে মুখোমুখি মুশফিক-সোহান, পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত

Mushfiqur Rahim & Nurul Hasan Sohan
ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গত দুই সিরিজেই উইকেটের পেছনে দেখা গেছে নুরুল হাসান সোহানকে। দারুণ দক্ষতা আর বুদ্ধিদীপ্ত কিপিং দিয়ে নজর কেড়েছেন তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ফেরায় কে কিপিং করবেন এই নিয়ে তৈরি হয় কৌতূহল। কারণ সাদা বলে এখনো মুশফিকই সামলান এই দায়িত্ব।  বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন এবার তা হচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে ভাগাভাগি করে ভূমিকা দেওয়া হবে তাদের। বিচার করা হবে পারফরম্যান্স।

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দলের অনুশীলনে সোহান ও মুশফিক দুজনকেই কিপিং অনুশীলন করতে দেখা যায়। কে মূল ম্যাচে কিপিং করবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো পরিষ্কার করে দেন তাদের পরিকল্পনা,  'নিশ্চিতভাবেই সোহান কিপিং করবে প্রথম দুই ম্যাচে। এই সিরিজটায় আমরা উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার পরিকল্পনা করেছি আমরা। দুজনকেই (মুশফিক ও সোহান) দুটি করে ম্যাচে দেখা হবে , তার পর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে।'

উইকেটকিপিং নিয়ে এমন পরিকল্পনার বড় কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ এই জায়গায় বড় আসরে আগেও ভুগেছে বাংলাদেশ দল। অনেকবারই প্রশ্নবিদ্ধ হয়েছে মুশফিকের পারফরম্যান্স।

টেস্টে মুশফিক কিপিং ছাড়লেও ওয়ানডে আর টি-টোয়েন্টিতে  তাকেই প্রথম পছন্দের কিপার হিসেবে বিবেচনা করে আসছিল দল। কিন্তু দলে আরও দক্ষ কিপার থাকলে কেন সেই পথে হাঁটা হবে না, এই নিয়ে বাংলাদেশের ক্রিকেটে প্রশ্ন অনেকদিনের। ডমিঙ্গোর কথায় আভাস সেসব কথা আমলে নিয়ে সামনে তাকাচ্ছেন তারা, 'ওই অপশনগুলো কাভার করা গুরুত্বপূর্ণ। সামনে তাকিয়ে, এটিই পরিকল্পনা। তবে সোহান শুরুতে কিপিং করবে।'

৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুশফিক। এরমধ্যে কেবল চার ম্যাচেই তিনি কিপিং করেননি। ওই চার ম্যাচে আবার উইকেটের পেছনে ছিলেন সোহানই। অনেকের মতে দেশের অন্যতম সেরা কিপার সোহান ২৩ ম্যাচ খেলে সবগুলোতেই গ্লাভস হাতে নেমেছেন। 

বাংলাদেশ একাদশে কিপিংয়ে দক্ষ আরেকজনও নিশ্চিতভাবেই থাকবেন। সেই লিটন দাসের সাদা বলে বরাবরের মতো এবারও কেবল ব্যাটসম্যানের ভূমিকাই থাকছে। 

Comments

The Daily Star  | English

Textbook fiasco: End excuses, act now

Contradictory statements from govt officials erode public trust; failure to address foreseeable obstacles exposes weakness

17m ago