এখানে আমাদেরও অনেক সমর্থক আছে : বাবর

Babar Azam
পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশে এসেই বাবর আজম টের পাচ্ছেন এখানে তাদের দলের প্রতি মানুষের অনেক সমর্থন, অনেকের আগ্রহ। টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি তাই পাকিস্তানের অনেক সমর্থনও প্রত্যাশা করছেন তিনি। এই সমর্থন তাদের সহায়তা করবে বলে আশা বাবরের। 

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া পাকিস্তান দল বাংলাদেশে এসেছে গত ১৩ নভেম্বর। বাবর ও শোয়েব মালিক আসেন ১৬ তারিখ। এই কদিনে হোটেল থেকে মাঠে আসার সময় নাকি তারা টের পেয়েছেন পাকিস্তান দলের প্রতি এদেশের মানুষের আগ্রহের কথা,  'যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি, পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে, আমাদের চিয়ার আপ করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, চিয়ার আপ করেছে।'

শুক্রবার (১৯ নভেম্বর)  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ৬১৮ দিন পর বাংলাদেশের গ্যালারিতে ফিরবে দর্শক। বাংলাদেশে এসে বাবরের মনে হচ্ছে শুধু স্বাগতিক দল নয়, তাদের সমর্থন করতেও অনেকে গ্যালারিতে আসবেন, 'কোভিডের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে, এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের চিয়ার আপ করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ। এটা আমাদের বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।'

২০ নভেম্বর একই ভেন্যুতে হবে দ্বিতীয়, ২২ নভেম্বর শেষ ম্যাচ। এরপর ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে প্রথম ও ৪ ডিসেম্বর থেকে ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

10h ago