আমাদের সবার স্বপ্ন বড়, আমরা বিশ্বকাপ জিততে চাই: মিরাজ
জানুয়ারিতে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে হারানো, মার্চে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ওয়ানডেতে ধরাশায়ী করা। দুটিই প্রথমবার করতে পেরেছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ জানালেন, এমন কিছুর পর আরও বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা। জিততে চান এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় আসর।
শুক্রবার সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে ব্যাটে-বলে অবদান ছিল মিরাজের। ব্যাট হাতে ১৩ বলে ১৯ করার পর বোলিংয়ে ৬০ রানে নেন ৪ উইকেট।
তবে বোলিংয়ে প্রথম চার ওভারে ছিলেন খরুচে। কোনভাবেই সুবিধা করতে পারছিলেন না। পরের স্পেলে ঘুরিয়ে দাঁড়িয়ে ম্যাচে রাখেন বড় ভূমিকা।
প্রথম ম্যাচ জিতে যাওয়ায় বাংলাদেশ এখন সিরিজ জয়ের সামনে। দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে সিরিজ হারালেও তাদের মাঠে ম্যাচ জিতলই প্রথম। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ বাদ দিলে বড় শক্তিগুলোর মাঠে গিয়ে এর আগে কখনই জেতা হয়নি সিরিজ। মিরাজ জানালেন এই সিরিজ তো বটেই তাদের স্বপ্নের পরিধি আরও বিশাল, 'স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি।'
'এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে, আমরা জয় অর্জন করতে পারি।'
জোহেন্সবার্গের ওয়ান্ডেরার্স স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। সিরিজে ফিরতে মরিয়া হয়ে থাকা স্বাগতিকদের মিরাজরা আরেক দফা ভড়কে দিতে পারেন কিনা দেখার বিষয়।
Comments