‘আগুনের জবাব আগুন দিয়ে’ দিতে প্রস্তুত নিউজিল্যান্ড

ছবি: ফিরোজ আহমেদ

প্রথম ম্যাচে অল্প রানে গুটিয়ে বড় ব্যবধানের হারে সিরিজ শুরু করেছিল নিউজিল্যান্ড। পরের ম্যাচেই লড়াই জমিয়ে তুলে তারা। তৃতীয় ম্যাচে গিয়ে বাংলাদেশকেই হারায় বড় ব্যবধানে। কিউইরা জানে, নিজেদের মাঠে ৭৬ রানে গুটিয়ে যাওয়ার জবাব কঠিনভাবে দিতে চাইবে মাহমুদউল্লাহর দল। কোচ গ্লেন পকন্যাল তাই জানালেন,  বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর বারুদের জবাবে তারাও থাকবেন ঝাঁজালো।

প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬০ রানে অলআউট হয়ে ৭ উইকেট ম্যাচ হারে নিউজিল্যান্ড। পরের ম্যাচে বাংলাদেশের ১৪১ রানের জবাবে ৪ রানে হারে তারা। তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ১২৮ রান জড়ো করে বাংলাদেশকে আটকে দেয় ৭৬ রানে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের অনভিজ্ঞ স্কোয়াডের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার জ্বালা মেটাতে নিশ্চিতভাবে মুখিয়ে থাকবে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে নামার আগে মঙ্গলবার দলের অনুশীলন সেরে এই সিরিজের কোচ পকন্যাল জানালেন, সব হিসেব করে প্রস্তুত হয়েছেন তারা,   'নিজেদের মাঠে আমাদের বিপক্ষে তাদের দারুণ রেকর্ড। এমনকি ঘরের মাঠে সব দলের বিপক্ষেই তারা দারুণ।  কাজেই এমন হারের পর তারা শক্তভাবে ফিরে আসতে চাইবে, ওটা (৭৬ রানে অলআউট) নিশ্চয়ই তাদের আঘাত করেছে। কিন্তু আমরাও আগুনের জবাব আগুন দিতে তৈরি আছি।'

চতুর্থ ম্যাচ জিতলে বাংলাদেশের বিপক্ষে ২-২ সমতা আনার সুযোগ কিউইদের। সিরিজের ফয়সালাটা শেষ ম্যাচের জন্য রাখতে তা করতে চায় তারা,  'আমরা ভাল খেলতে পারছি এটা দারুণ। কালও আমরা ভালো খেলার ঘ্রাণ পাচ্ছি যা হলে সিরিজ সমতা আসবে। এরপর আমরা দেখব শেষ ম্যাচে কি হয়। ছেলেরা এই জন্য মুখিয়ে আছে।'

এই সফরে নিউজিল্যান্ডের নিয়মিত প্রধান কোচ গ্যারি স্টেড আসেননি। সহকারি কোচ শেন জার্গেনসনও আসেননি। দায়িত্ব দিয়ে পাঠানো হয় পকন্যালকে। জাতীয় দলের হয়ে প্রথম জয় পাওয়ার পর ভীষণ উচ্ছ্বসিত এই কোচ। জানালেন সম্মিলিত নিবেদনই তাদের শক্তির জায়গা, 'ওহ এটা দারুণ ব্যাপার ছিল (ম্যাচ জেতা)। এটা বিশেষ কারণ ছেলেরা কঠোর পরিশ্রম করেছে, নিজেদের মধ্যে বোঝাপড়া করেছে। খেলাটা সেরা নিবেদন দিয়ে খেলতে চেয়েছে। কাজেই সব ঠিকভাবে প্রয়োগ করতে পারায় আমি গর্বিত। ছেলেরা প্রমাণ করেছে সবাই মিলে সবকিছু করলে যেকোনো কিছুই সম্ভব।'

 

 

 

Comments

The Daily Star  | English

Parking wealth under the Dubai sun

The city’s booming real estate has also been used by Bangladeshis as an offshore haven to park wealth for a big reason

9h ago