আইপিএলের মেগা নিলামের খুঁটিনাটি
১০ দলকে নিয়ে শনি ও রোববার দুদিনে হতে আচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)- এর মেগা নিলাম। এবারের নিলামে দল পাওয়ার দৌড়ে আছেন সারা বিশ্বের ৫৯০ জন ক্রিকেটার। অনেক চমক ও কৌতূহলের জন্ম দিতে পারে বিশ্বের সবচেয়ে খরুচে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরের এই নিলাম।
নিলামের স্থান ও সময়
বেঙ্গালুরুর হোটেল গার্ডেনিয়ায় বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে আইপিএলের নিলাম। আইপিএলের এটি ১৫তম নিলাম। তবে বড় পরিসরে মেগা নিলাম পঞ্চম। এর আগে সর্বশেষ মেগা নিলাম হয়েছিল ২০১৮ সালে। এই নিলাম সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।
নিলামের আগে ধরে রাখা খেলোয়াড়
আগের ৮ ফ্র্যাঞ্চাইজি মোট ২৭ ক্রিকেটার ধরে রেখেছে। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্ট ও গুজরাট লায়ন্স তিনজন করে খেলোয়াড় নিলামের আগে দলে নিয়েছে।
নিলামের আগেই যেসব ক্রিকেটারকে ধরে রেখেছে যে দল
দল | ধরে রাখা খেলোয়াড় |
---|---|
চেন্নাই সুপার কিংস | রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, মঈন আলিম রতুরাজ গায়কোয়াড়। |
দিল্লি ক্যাপিটালস | রিশভ পান্ত, আক্সার প্যাটেল, পৃথ্বি শ, আনরিক নরকিয়া। |
গুজরাট টাইটান্স | হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমান গিল। |
কলকাতা নাইট রাইডার্স | আন্দ্রে রাসেল, ভেক্টেশ আইয়ার, বরুন চক্রবর্তী, সুনিল নারাইন। |
লখনউ সুপার জায়ান্ট | লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিস রবি বিষ্ণুই। |
মুম্বাই ইন্ডিয়ান্স | রোহিত শর্মা, জাসপ্রিট বুমরাহ, সুর্যকুমার যাদব, কাইরন পোলার্ড। |
পাঞ্জাব কিংস | মায়াঙ্ক আগারওয়াল, আর্শদ্বীপ সিং। |
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ |
রাজস্থান রয়্যালস | সঞ্জু স্যামসন, যশভি জয়সওয়াল। |
সানরাইজার্স হায়দরাবাদ | কেইন উইলিয়ামসন, উমরান মালিক, আব্দুল সামাদ |
নিলামের খেলোয়াড় সংখ্যা
মোট ৫৯০ জন ক্রিকেটার থাকছেন নিলামের জন্য (৩৭০ জন ভারতীয়, ২২০ জন বিদেশী)। ফ্র্যাঞ্চাইজিদের চাহিদা অনুযায়ী ১২১৪ জনের বড় তালিকা থেকে এই সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে।
মার্লি তালিকার ১০ জন
নিলামে সবচেয়ে আকর্ষনীয় মার্কি তালিকায় থাকা ১০ ক্রিকেটার হলেন- রবীচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স কুইন্টেন ডি কক, শিখর ধাওয়ান, ফাফ দু প্লেসি, শ্রেয়াস আইয়ার, কাগিসো রাবাদা, মোহাম্মদ শামি ও ডেভিড ওয়ার্নার।
সর্বোচ্চ ও সর্বনিম্ন কতজন খেলোয়াড় স্কোয়াডে নিতে পারবে প্রতি দল?
প্রতি দলকে কমপক্ষে ১৮ জনের স্কোয়াড করতে হবে। স্কোয়াডের সর্বোচ্চ পরিসর ২৫ জনের। ৯০ কোটি রূপির মধ্যে প্রতিটি দলকে সাড়ে ৬৭ কোটি রূপি খরচ করতে হবে। স্কোয়াডে ৮ জন বিদেশি খেলোয়াড় রাখা যাবে।
নিলামের প্রক্রিয়া
খেলোয়াড়দের ধরণ অনুযায়ী তাদের বিভিন্ন সেটে ভাগ করা থাকবে। ১০ জনের মার্কি তালিকার ক্রিকেটারদের নিলাম হবে সবার আগে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা ব্যাটার, অলরাউন্ডার, কিপার-ব্যাটার, পেসার, স্পিন বোলারদের ক্যাটাগরির নিলাম হবে। এসবের পর হবে অভিষেক না হওয়া ক্রিকেটারদের নিলাম। মার্কি সেটসহ নিলামের জন্য আছে মোট ৬২ সেট।
মোট ২২৯ জন আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা ও ৩৫৪ জন আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটার থাকছেন নিলামে। সহযোগি সদস্য দেশগুলো থেকে থাকছেন ৭ জন।
দুই দিনে যেভাবে হবে নিলাম
প্রথম দিন ১৬১ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। দ্বিতীয় দিনে নিলাম এগুবে একসেলেরেটেড প্রক্রিয়ায়। দ্বিতীয় দিনে মূলত গতি পাবে নিলাম। দলগুলো বিভিন্ন ক্যাটাগরির অবিক্রিত ক্রিকেটারদের থেকে তাদের চাহিদা পাঠাবে। সে অনুযায়ী এগিয়ে নেওয়া হবে প্রক্রিয়া। নূন্যতম ১৮ জন হয়ে গেলে নিলাম থামিয়ে দিতে পারবে কোন দল।
ভিত্তিমূল্য
এবারের নিলামে ক্রিকেটারদের সর্বনিম্ন ভিত্তিমূল্য ভারতীয় ২০ লাখ রূপি। সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রূপি। ১০ জন মার্কি প্লেয়ারের সঙ্গে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যে আছেন ৪৮ জন খেলোয়াড়। এই ৪৮ জনের মধ্যেই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এরপর ভিত্তিমূল্য আছে দেড় কোটি, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ, ৩০ লাখ ও ২০ লাখ রূপির।
নিলামে আছেন ১৭ থেকে ৪৩ বছরের ক্রিকেটার
সবচেয়ে কম বয়েসী ক্রিকেটার হিসেবে নিলামে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের চায়নাম্যান স্পিনার নূর আহমেদ। তিনি এরমধ্যে বিগব্যাশ, পিএসএল, লঙ্কান প্রিমিয়ার লিগ খেলে ফেলেছেন। কিন্তু এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। নিলামে সবচেয়ে বয়স্ক দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের। ৪৩ বছর বয়েসি তাহির দলগুলোর আগ্রহের তালিকাতেও উপরের দিকে থাকার কথা।
যেসব তারকা নেই এবার
বড় তারকাদের মধ্যে আইপিএলের নিলামের জন্য নাম পাঠাননি ক্রিস গেইল, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ঝেই রিচার্ডসন, কাইল জেমিসন, স্যাম কারান, ড্যান ক্রিস্টিয়ান, জো রুট ক্রিস ওউকস, টম ব্যান্টন ও ম্যাট হেনরির মতো তারকা। গেইল নেই ছন্দে। বাস্তবতা টের পেয়েই সরে আছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে চাঙ্গা থাকতে আইপিএল থেকে দূরে থাকবেন স্টোকস। স্টার্কেরও কারণ একই। স্যাম কারান নেই চোটে। একই কারণে জোফরা আর্চার থাকবেন না আইপিএলে।
নিলামের পরিচালকের বিস্তর অভিজ্ঞতা
এবারও আইপিএলের নিলাম পরিচালনা করবেন ব্রিটিশ নিলাম পরিচালক হিউ এডমিডস। ২০১৮ সালে রিচার্ড মেডলির কাছ থেকে নিলাম পরিচালনার ভার নিয়েছিলেন তিনি। ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন রকমের প্রায় আড়াই হাজার নিলাম সঞ্চালনা করেছেন তিনি।
Comments