অধিনায়ক নিজেই তবে টিম ম্যানেজমেন্টের অংশ নন!

Khaled mahmud & Mahmudullah
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলে অধিনায়ক মাহমুদউল্লাহর কতটা নিয়ন্ত্রণ আছে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ছবি: ফিরোজ আহমেদ

নির্বাচকরা জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। কিন্তু মুশফিক নিজে বলছেন, তিনি বিশ্রাম চাননি, তাকে আসলে বাদ দেওয়া হয়েছে। মুশফিকের মতে টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই করা হয়েছে এমন। কিন্তু অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, এসব বিভ্রান্তি দূর করতে পারে কেবল টিম ম্যানেজমেন্ট!

সাধারণত একটি ক্রিকেট দলে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অধিনায়ক। তারপর আসেন কোচ, টিম ম্যানেজার ও নির্বাচকরা।  সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ তিনি নিজেই নিজেকে টিম ম্যানেজমেন্টের অংশ মনে করছেন না।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বিপর্যয়ের পর দলে একাধিক বদলের আভাস মিলছিল। শেষ পর্যন্ত বদল এসেছে বড়সড়। লিটন দাস, সৌম্য সরকারের পাশাপাশি ছেঁটে ফেলা হয়েছে মুশফিককেও। নির্বাচকরা জানিয়েছিলেন, সামনে অনেকগুলো টেস্টের কথা ভেবে এই ব্যাটসম্যানকে বিশ্রামে রেখেছেন তারা।

যদিও বুধবার কয়েকটি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে মুশফিক জানান, তাকে টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই দলের বাইরে রাখা হয়েছে। এমনকি বিশ্বকাপে টি-টোয়েন্টি দলে কারো নির্দিষ্ট কোন ভূমিকাই দেওয়া হয়নি বলেও সমালোচনা করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ এলেন বিমর্ষ চেহারায়। সব প্রশ্নের উত্তরই দিচ্ছিলেন ছাড়াছাড়া ভাবে। মুশফিক বিষয়ে একাধিক প্রশ্ন গেলেও তার উত্তর ছিল একইরকম,  'আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের কাছে প্রশ্ন করলে ভালো হবে।'

সিনিয়র ক্রিকেটারদের পড়ন্ত বেলায় বিশ্রামের আদলে তাদের বাদ দেওয়ার সংস্কৃতি নিয়েও নীরব বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক,   'আমার মনে হয় এই ধরনের প্রশ্নে আমার মন্তব্য না করাই ভাল।'

মাহমুদউল্লাহ জানান, মুশফিক বিষয়ে মন্তব্য করতে গেলে তাকে ভেতরের অনেক কথাই বলতে হবে, যা এই মুহূর্তে করার অবস্থায় নেই তিনি, 'আমার অবস্থান সম্পর্কে যদি বলতে যাই তাহলে অনেক কিছুই বলা হবে, অনেক ভেতরের কথা আসবে। আমার মনে হয় না এটা এখন বলা উচিত। আমার মনে হয় মুশফিক সম্পর্কিত প্রশ্নে ভাল উত্তর দিতে পারবে টিম ম্যানেজমেন্ট।'

অধিনায়ক হিসেবে দলে এই মুহূর্তে তার অবস্থান কতটা পোক্ত সেই প্রশ্নও উঠেছে সংবাদ সম্মেলনে। মাহমুদউল্লাহ অবশ্য মুখে শুকনো হাসি দিয়ে বললেন, 'আমার কোন টেনশন।'

শুক্রবার দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কোন মেজাজ নিয়ে মাহমুদউল্লাহদের নামতে দেখা যায়, সেটাই এখন দেখার বিষয়।

 

 

 

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

10h ago