সোনা জিতলেন রোমান-নাসরিন জুটি
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে আলো ছড়ালেন রোমান সানা-নাসরিন আক্তার জুটি। ভারতের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে আর্চারির এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) সোনা জিতলেন তারা।
শনিবার থাইল্যান্ডের ফুকেটে রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে ৫-৩ সেট পয়েন্টে জিতেছে বাংলাদেশ। চলতি আসরে এটাই লাল-সবুজ জার্সিধারীদের প্রথম সোনার পদক।
প্রথম সেটে জেতে ভারত। তবে পিছিয়ে পড়ে দমে যায়নি বাংলাদেশ। দারুণভাবে ঘুরে দাঁড়ান রোমান-নাসরিন জুটি। দ্বিতীয় সেট হয় ড্র। তৃতীয় ও চতুর্থ সেটে জিতে সোনা জয়ের উল্লাসে মাতোয়ারা হন রোমান ও নাসরিন।
আগের দিন শুক্রবার কোয়ার্টার ফাইনালে রোমান-নাসরিন জুটি দাপট দেখিয়ে ৬-০ সেট পয়েন্টে হারান স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে। সেমিফাইনালেও প্রাধান্য দেখান তারা। একইভাবে ৬-০ সেট পয়েন্টে দুজনে গুঁড়িয়ে দেন কাজাখস্তানের জুটিকে।
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) আরও দুটি সোনার পদক জেতার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে তারা মোকাবিলা করবে ভারতকে।
রিকার্ভ নারী এককের ফাইনালেও উঠেছেন নাসরিন। ফাইনালে তার প্রতিপক্ষ স্বদেশি দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টে সোনা ও রুপার দুটি পদকই যাচ্ছে বাংলাদেশের ঝুলিতে।
Comments