রুশ খেলোয়াড়দের উইম্বলডনে অংশ নিতে না দেওয়ায় নাদাল, জোকোভিচের ক্ষোভ
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে বাধাবার কারণে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলো নানান বিধি নিষেধ আরোপ করে আসছে। খেলার জগতেও লেগেছে আঁচ। ফুটবলের পর রাশিয়ার টেনিস খেলোয়াড়রাও পড়েছেন বাধায়। উইম্বলডনে রুশ টেনিস খেলোয়াড়দের অংশ নিতে দিচ্ছে না কর্তৃপক্ষ। তবে এমন সিদ্ধান্তে চরম অসন্তোষ জানিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল ও সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাতকারে টেনিসের কিংবদন্তি নাদাল প্রশ্ন তুলেন, যুদ্ধের জন্য তো খেলোয়াড়রা দায়ী নন, তাদের কেন তবে বাধা দেওয়া হচ্ছে, 'রাশিয়ার টেনিস খেলোয়াড়দের জন্য এটা ঠিক হলো না। যুদ্ধে যা হচ্ছে, সেজন্য তো খেলোয়াড়রা দায়ী নয়। ওদের জন্য সত্যিই আমার খারাপ লাগছে। সরকার কোন চাপ তৈরি করেনি, উইম্বলডন কর্তৃপক্ষ নিজে থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে যা দুঃখজনক।'
২৭ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে ঐতিহ্যবাহী টেনিস আসর উইম্বলডন। রাশিয়ার খেলোয়াড়রা এবার নিষিদ্ধ থাকায় দেখা যাবেনা ড্যানিয়েল মেদভেদেব, আন্দ্রে রুবেলেভ, ভিক্টোরিয়া আজারাঙ্কাদের মতো তারকাদের।
এমন সিদ্ধান্ত কোনভাবেই মানতে পারছেন না সার্বিয়ান তারকা জোকোভিচও। কয়েকমাস আগে অস্ট্রেলিয়ান ওপেনে টিকা ইস্যুতে নিজের অংশ নিতে না পারার প্রসঙ্গ টেনেছেন জোকোভিচ, 'দুই পরিস্থিতি হয়ত এক নয়, কিন্তু জানুয়ারি মাসে আমি এমন কিছুর ভেতর দিয়েই যাচ্ছিলাম। খেলতে পারব না, এটা জানতে পারা খুব অস্বস্তির। উইম্বলডনের সিদ্ধান্তকে আমি সমর্থন করি না। এই সিদ্ধান্তের মধ্যে কোন স্বচ্ছতা নেই, নিরপেক্ষতা নেই। কিন্তু এরকমই হচ্ছে।'
Comments