ফাইনালের আগেই সোনা নিশ্চিত বাংলাদেশের

সব বাধা পেরিয়ে মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশের দুই প্রতিযোগী দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। স্বাভাবিকভাবেই তাতে এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারিতে একটি স্বর্ণপদক নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আগামী শনিবার সোনার লড়াইয়ে মুখোমুখি হবে এ দুই প্রতিযোগী।

থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) মেয়েদের বিভাগে ফাইনালে ওঠার পথে দিয়া হারিয়েছেন দুই ভারতীয় প্রতিযোগীকে। শেষ ষোলোয় অবশ্য বাংলাদেশের আরেক প্রতিযোগী সুলতানা ফাহমিদা নিশাকে ৬-২ সেট পয়েন্টে হারান তিনি। এরপর কোয়ার্টার-ফাইনালে ভারতের ঋধিকে ৬-৪ ব্যবধানে হারানোর পর সেমি-ফাইনালে ভারতের আরেক প্রতিযোগী পুনিয়া তিশাকে ৭-৩ সেট পয়েন্ট হারিয়ে ফাইনালে নিশ্চিত করেন তিনি।

অন্যদিকে র‌্যাঙ্কিং রাউন্ডে দিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় হওয়া নাসরিন কাজাখস্তানের পুনিকার জংক্রাজাকের বিপক্ষে ৬-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ চারে ওঠার পথে ভারতের হেমব্রম লক্ষ্ণীর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হয় নাসরিনের। শেষ পর্যন্ত ৬-৫ সেট পয়েন্টে জিতে সেমিতে ওঠেন তিনি। সেমি-ফাইনালেও কঠিন লড়াই হয়। ৬-৫ ব্যবধানে মালয়েশিয়ার ফোজি নুরের বিপক্ষে জিতে ফাইনালের টিকিট পান তিনি।

দিয়া-নাসরিনরা আলো ছড়ালেও হতাশ করেছেন দেশসেরা আর্চার রোমান সানা। ছিটকে গেছেন রিকার্ভ পুরুষ এককের শেষ ষোলো থেকেই। ইরানের রেজা শাবানির কাছে ৭-৩ সেট পয়েন্ট হেরে যান তিনি। আরেক আর্চার হাকিম আহমেদ রুবেল শুরুটা ভালো করলেও সেমি-ফাইনালে হেরে বিদায় নিয়েছেন। শেষ আটে ৬-২ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠা এ প্রতিযোগী ৬-০ ব্যবধানে হেরে যান কাজাখস্তানের দৌলেতকেলদি ঝাংবিরবের কাছে। মিশ্র দ্বৈতে রুবেলের সামনে এখনও পদক পাওয়ার সম্ভাবনা টিকে আছে। ব্রোঞ্জের লড়াইয়ে তার প্রতিপক্ষ কাজাখস্তানের আব্দুলিন ইলফাত।

Comments

The Daily Star  | English

How a 'Dervish Baba' conjured crores from a retired nurse

Want to earn easy money? Just find someone who thinks their partner is cheating on them, then claim to be a “Genie King” or “Dervish Baba,” and offer solutions to “relationship problems” for a fee

47m ago