নারী দলগত রিকার্ভে ভারতকে হারিয়ে বাংলাদেশের আরেকটি সোনা
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের পর নারী দলগত ইভেন্টেও সাফল্যের মুখ দেখল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতকে হারিয়ে থাইল্যান্ডে আর্চারিতে আরেকটি সোনার পদক পেল লাল-সবুজ জার্সিধারীরা।
শনিবার ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) রিকার্ভ নারী দলগত ইভেন্টে টাইব্রেকারে গড়ানো ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে জিতেছে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা। চলতি আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় সোনার পদক।
ফাইনালে নির্ধারিত চার সেট শেষে ৪-৪ পয়েন্টে সমতা ছিল। এরপর টাইব্রেকারে বাজিমাত করেন নাসরিন, দিয়া ও নিশা। তারা সব মিলিয়ে স্কোর করেন ২৮ পয়েন্ট। ভারত দল তুলতে পারে ২৭ পয়েন্ট।
এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে কাজাখস্তানের নারীরা। তারা ৬-০ সেট পয়েন্টে হারিয়েছে স্বাগতিক থাইল্যান্ড নারী দলকে। সেমিফাইনালে কাজাখস্তানকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ দল।
এর আগে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে আলো ছড়ান রোমান সানা-নাসরিন জুটি। ভারতের প্রতিযোগীদেরকেই ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে সোনা জেতেন তারা। যা ছিল এই আসরে বাংলাদেশের প্রথম সোনার পদক।
আরও একটি সোনার পদক জেতার জিততে যাচ্ছে বাংলাদেশ। রিকার্ভ নারী এককের ফাইনালে উঠেছেন নাসরিন ও দিয়া। ফলে এই ইভেন্টে সোনা ও রুপার দুটি পদকই যাচ্ছে বাংলাদেশের ঝুলিতে।
Comments