দিয়াকে হারিয়ে বাংলাদেশকে তৃতীয় সোনার পদক জেতালেন নাসরিন

ছবি: সংগৃহীত

রিকার্ভ নারী একক ইভেন্টে সোনার পদক ঘরে ওঠা নিশ্চিতই ছিল। কারণ, ফাইনালের দুই প্রতিযোগী নাসরিন আক্তার ও দিয়া সিদ্দিকী বাংলাদেশের। স্বদেশি দিয়ার বিপক্ষে লড়াইয়ে শেষ হাসি হাসলেন নাসরিন। থাইল্যান্ডে আর্চারিতে বাংলাদেশকে তৃতীয় সোনার পদক উপহার দিলেন তিনি।

শনিবার ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) রিকার্ভ নারী এককের ফাইনালে দিয়াকে ৬-২ সেট পয়েন্টে হারান নাসরিন। আসরে এটি তারও তৃতীয় সোনার পদক।

প্রথম দুই সেট ২৮-২৬ ও ২৮-২৬ ব্যবধানে জিতে ৪-০ পয়েন্টে এগিয়ে যান নাসরিন। পরে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও রুপা জেতা দিয়া লড়াইয়ে পেরে ওঠেননি। দুটি সেটই হয় ড্র যথাক্রমে ২৮-২৮ ও ২৭-২৭ ব্যবধানে। ফলে সোনা জয়ের আনন্দে ভাসেন নাসরিন।

এর আগে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে রোমান সানার সঙ্গে জুটি বেঁধে আলো ছড়ান নাসরিন। ভারতের প্রতিযোগীদেরকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে সোনা জেতেন তারা।

এরপর ভারতের বিপক্ষেই নারী দলগত ইভেন্টে টাইব্রেকারে গড়ানো ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে জিতেছে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা।

Comments

The Daily Star  | English

How a 'Dervish Baba' conjured crores from a retired nurse

Want to earn easy money? Just find someone who thinks their partner is cheating on them, then claim to be a “Genie King” or “Dervish Baba,” and offer solutions to “relationship problems” for a fee

38m ago