থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান।
শনিবার থাইল্যান্ডের ব্যাংককে দ্বিতীয় সেমি-ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল পেয়েছেন রোমান সরকার ও রকিবুল হাসান।
অবশ্য গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ জয়ের পরই এশিয়ান গেমস নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ হকি দলের। এখন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেই মিশনের ফাইনালে ওমানকে পেয়েছে বাংলাদেশ। দিনের অপর সেমি-ফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।
রোববার ফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। গতবার এই বাছাইয়ের ফাইনালে ওমানের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। এবার সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।
এদিন ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। চানাচল রাঙ্গনিওমের ফিল্ড গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২২তম মিনিটে ফিল্ড গোলে সমতা ফেরান রোমান।
২৯ মিনিটে আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে গোল করলে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে পঞ্চম মিনিটে আশরাফুলের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ে। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে পান তিনি। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে রাকিবুলের ফিল্ড গোলে স্কোরলাইন ৪-১ হয়।
তবে গত ৬ মে এশিয়ান গেমস স্থগিত করে দেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। এখনও নতুন সূচি জানানো হয়নি।
Comments