টেবিল টেনিসে সোনা জিতল বাংলাদেশ

দক্ষিণ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে রীতিমতো ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এই আসরে সোনা জিতেছে তারা।

মঙ্গলবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এ আসরে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে দলগত ইভেন্টে এই সাফল্য পেয়েছেন মুহুতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম ও নাফিজ ইকবাল।

ম্যাচের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। শুরুতে হৃদয় ও রামহিম জিতলেও হেরে যান নাফিজ। তখন ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এরপর ফের খেলতে নামেন রামহিম। কিন্তু এবার রামহিমকে হারিয়ে ম্যাচে ফিরে শ্রীলঙ্কা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ তখন ২-২ এ সমতায়।

বাংলাদেশের শেষ আশা ভরসা ছিলেন হৃদয়। হতাশ করেননি তিনি। ৮-১১, ১১-৯, ১১-৯ ও ১১-৯ সেটে জিতে বাংলাদেশকে সোনা জয়ের উল্লাসে মাতান।

এর আগে ফাইনালে উঠার পথে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান, স্বাগতিক মালদ্বীপ এবং নেপালকে।

উল্লেখ্য, এ আসরে ২০০২ সালে মেয়েদের দলীয় ইভেন্টে রুপাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।

Comments

The Daily Star  | English
tailor injured during July mass uprising fights for dignity

Is respect too much to ask for?

Rasel Alam, 36, a tailor from Mohammadpur, has been fighting two battles since the July mass uprising -- one for his health and another for his dignity.

18h ago