করোনাভাইরাসে আক্রান্ত নাদাল
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ব টেনিসের অন্যতম সেরা তারকা রাফায়েল নাদাল। দুবাইতে একটি প্রদর্শনী ইভেন্ট খেলে স্পেনে ফেরার পর কোভিড-১৯ এর পরীক্ষায় পজিটিভ আসে এ তারকার। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে নিজেই এ সংবাদ প্রকাশ করেছেন এ স্প্যানিশ তারকা।
বিবৃতিতে নাদাল লিখেছেন, 'আমি ঘোষণা করতে চেয়েছিলাম যে আবুধাবি টুর্নামেন্ট খেলার পর দেশে ফেরার সময়, স্পেনে পিসিআর টেস্টে কোভিড পজিটিভ এসেছে। আমি কিছু অপ্রীতিকর মুহূর্ত পাচ্ছি। কিন্তু আমি আশা করছি যে আমি ধীরে ধীরে উন্নতি করব। আমি এখন বাড়িতেই আছি এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে তাদের ফলাফল জানিয়েছি।'
সময়টা আসলেই খারাপ যাচ্ছে নাদালের। পুরো বছরটাই পায়ের চোটে সে অর্থে খেলতে পারেননি নাদাল। যে কারণে সরে যেতে হয়েছিল অলিম্পিকস থেকে। পাশাপাশি সরে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রে ওপেন থেকেও। বছরের শেষটাও খারাপ যাচ্ছে ৩৫ বছর বয়সী এ টেনিস তারকার।
লম্বা সময় মাঠের বাইরে কাটানোর পর কিছুদিন আগেই আবুধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে কোর্টে নেমেছিলেন নাদাল। সেই টুর্নামেন্ট জিততে না পারলেও অস্ট্রেলিয়ান ওপেনকে সামনে রেখে অনুশীলন ভালোই হয়েছে সাবেক এক নম্বর তারকার।
Comments