উইম্বলডনের সেমি থেকে নিজেকে সরিয়ে নিলেন নাদাল
চোটগ্রস্থ শরীর নিয়ে খেলে রোমাঞ্চকর এক ম্যাচ জিতে উইম্বলডনের সেমিফাইনালে পা রেখেছিলেন রাফায়েল নাদাল। কিন্তু চোটের সঙ্গে শেষ পর্যন্ত আপোষ করতে হলো তাকে। তলপেটের চোটে সেমি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
নাদাল সরে যাওয়ায় সেমিতে তার প্রতিপক্ষ নিক কিরগিওস প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পা রাখছেন ফাইনালে। আগামী রোববারের ফাইনালে তার প্রতিপক্ষ হবেন নোভাক জোকোভিচ ও ক্যামেরন নরির মধ্যকার ম্যাচের জয়ী।
৩৬ পেরুনো স্প্যানিশ তারকা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজের সরে যাওয়ার ঘোষণা দেন, 'আমার ক্যারিয়ারের অনেকবারই আমি এসব উৎরে খেলেছি, কিন্তু চোটটা আসলেই খুব খারাপ অবস্থায়।'
তিনি জানান এই চোট নিয়ে টানা দুই ম্যাচ খেলার মতো অবস্থায় নেই তিনি। ২২ বারের উইম্বলডন জয়ী নাদাল জানান এই অবস্থায় খেলার মানে নেই, 'পুরো দিন চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এই অবস্থায় খেলার মানে নেই।'
কোয়ার্টার ফাইনালে বুধবার সেন্টার কোর্টে চার ঘণ্টা ২০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬ (১০-৪) গেমে জেতেন নাদাল। চোট নিয়ে খেলতে নামা ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়ের পিঠ এক সময় ঠেকে গিয়েছিল দেয়ালে, তাকে চোখ রাঙাচ্ছিল হার। দ্বিতীয় সেটের মাঝপথে চোটের কারণে কোর্ট ছেড়ে গিয়ে মেডিকেল টাইম-আউটও নিতে হয়। কিন্তু সব প্রতিকূলতা জয় করে ঘুরে দাঁড়িয়ে আরেকটি নান্দনিক পারফরম্যান্স উপহার দেন স্প্যানিশ কিংবদন্তি।
Comments