আর্চারি বিশ্বকাপের রিকার্ভ দলগত বিভাগ থেকে বিদায় বাংলাদেশের

আর্চারি বিশ্বকাপের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপটা দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় রাউন্ডে পেরে ওঠেনি তারা। কোয়ার্টার-ফাইনালে ওঠার মিশনে লড়াইটাও করতে পারেনি রিকার্ভ পুরুষ দলগত বিভাগ। কিছুটা লড়াই করতে পারলেও হার এড়াতে পারেনি রিকার্ভ মহিলা দলগত বিভাগও।

ফ্রান্সের প্যারিসে হুন্দাই আর্চারি বিশ্বকাপের স্টেজ-৩ এর পুরুষ বিভাগে পুরুষ দল প্রথম রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে সরাসরি ৬-০ সেট পয়েন্টে জিতে দুর্দান্ত শুরু করেছিল কিন্তু রোমান সানা, সাগর ইসলাম এবং হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে গঠিত দলটি। দ্বিতীয় রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উল্টো ০-৬ সেট পয়েন্টের ব্যবধানে হেরে যায় তারা।

দিয়া সিদ্দিক, নাসরিন আখতার এবং ফাহমিদা সুলতানার সমন্বয়ে গঠিত নারী দলটি প্রথম রাউন্ডে টাইব্রেকারে ব্রাজিলকে ২৬-২৫ ব্যবধানে পরাজিত করেছিল। কিন্তু দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপের কাছে ২-৬ সেট পয়েন্টে হেরেছে তারা।

ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে দক্ষিণ আফ্রিকার উয়ান রক্সকে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন রোমান সানা। সাগর ইসলাম পুয়ের্তোরিকোর আদ্রিয়ান মুনোজকে এবং হাকিম আহমেদ রুবেল স্লোভেনিয়ার লুকা আর্নেজকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তবে সুইডেনের কাজ জোবার্গের কাছে ৪-৬ ব্যবধানে হেরে গেছেন আব্দুর রহমান আলিফ।

Comments

The Daily Star  | English
crimes against journalists

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

16h ago