অলিম্পিকস, প্রথম দিন: পদক জিতলেন যারা

টোকিও অলিম্পিকের প্রথম দিনে আজ নিষ্পত্তি হয় ৭টি খেলা- আর্চারি, রোড সাইক্লিং, ফেন্সিং, জুডো, শুটিং, তায়কোয়ান্দো ও ভারোত্তোলনের মোট ১১টি ডিসিপ্লিনের। তাতে সর্বাধিক ৩টি স্বর্ণ জিতেছে চীন। এছাড়া ১টি করে স্বর্ণ জিতেছে ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, হাঙ্গেরি, ইরান, কসভো ও থাইল্যান্ড।

তায়কোয়ান্দো: স্বর্ণ ইতালির ভিতো দেল্লাকুয়েলার

টোকিও অলিম্পিকে নিজেদের প্রথম স্বর্ণ জিতেছে ইতালি। তায়কোয়ান্দোর পুরুষদের ফ্লাইওয়েট -৫৮ কেজি বিভাগে প্রথম হয়েছেন ভিতো দেল্লাকুয়েলা। ফাইনালে তিউনিসিয়ার মোহামেদ খালিল জেনদৌবিকে হারিয়েছেন তিনি। ১৬-১২ পয়েন্টের ব্যবধানে জয় পান তিনি। এক পর্যায়ে ৮-১০ ব্যবধানে পিছিয়ে ছিলেন তিনি। তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আরও ৮ পয়েন্ট সংগ্রহ করে স্বর্ণ জিতেন এ ইতালিয়ান। এ বিভাগে ব্রোঞ্জ দক্ষিণ কোরিয়ার জাং জুন ও রাশিয়ান অলিম্পিক কমিটির মিখাইল আরতামোনোভ।

তায়কোয়ান্দো: স্বর্ণ জিতলেন থাইল্যান্ডের ওংপাত্তানাকিত

তায়কোয়ান্দোতে নারীদের ফ্লাইওয়েট -৪৯ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন থাইল্যান্ডের পানিপাক ওংপাত্তানাকিত। স্পেনের ১৭ বছর বয়সী আদ্রিয়ানা কেরেজোকে হারিয়ে প্রথম হন তিনি। প্রথম দুই রাউন্ডে থাই তারকা ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে তৃতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন কেরেজো। ব্যবধান ১০-৯ করেছিলেন এক পর্যায়ে। কিন্তু ম্যাচে শেষ হওয়ার শেষ দিকে একটি পয়েন্ট পান ওংপাত্তানাকিত। শেষ মুহূর্তে একটি পয়েন্ট পেলেও ১১-১০ পয়েন্টের ব্যবধানে হারতে হয় কেরেজোকে। এ বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন ইজরাইলের আবিশাগ সেমবার্গ ও সার্বিয়ার তিয়ানা বগদানোভিচ।

ফেন্সিং: সেইবার এককে স্বর্ণ জিতলেন হাঙ্গেরির অ্যারন এসজিলাগি।

ফেন্সিংয়ে পুরুষদের সেইবার এককে স্বর্ণ জিতেছেন হাঙ্গেরির অ্যারন এসজিলাগি। ফাইনালে ইতালির লুইজি সামেলকে হারান তিনি। শুরু থেকেই আধিপত্য দেখিয়ে ১৫-৭ পয়েন্টে জয় লাভ করেন হাঙ্গেরিয়ান তারকা। এ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম জুং-হুয়ান।

ফেন্সিং: নারীদের এপে এককে স্বর্ণ চীনের সান ইয়েনের।

ফেন্সিংয়ের প্রথম স্বর্ণ পদক গিয়েছে চীনে। এপে এককের ফাইনালে রোমানিয়ার আনা মারিয়া পোপেস্কুকে হারিয়ে স্বর্ণ জিতেছেন সান ইয়েন। রোমাঞ্চকর লড়াই শেষে ১১-১০ পয়েন্টের ব্যবধানে জয় পান এ চাইনিজ তারকা। এ বিভাগে তৃতীয় হয়েছেন এস্তোনিয়ার ক্যাটরিনা লেহিস।

জুডো: প্রথম স্বর্ণের দেখা পেল জাপান

অলিম্পিক জাপানকে প্রথম স্বর্ণ এনে দিলেন তাকাতো নাওহিসা। জুডোর পুরুষদের -৬০ কেজি বিভাগে রোমাঞ্চকর লড়াই শেষে চাইনিজ চাইপের ইয়াং ইয়ুং ওয়েলকে হারান এ জাপানি। প্রতিরক্ষামূলক ভঙ্গির জন্য ইয়াংকে তৃতীয় শিডো (পেনাল্টি) জন্য ডাকা হয়। ফলে তাকাতো জাপানের হয়ে আসরের প্রথম স্বর্ণপদক জিতে নেন! এ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন কাজাখস্তানের ইয়েলদোস স্মেতোভ ও ফ্রান্সের লুকা এমখেলদজি।

জুডো: স্বর্ণ জিতলেন কসভোর দিসত্রিকা, রৌপ্য জাপানের

জুডোতে প্রথম স্বর্ণ জিতেছেন কসভোর দিসত্রিকা ক্রাসনিকি। নারীদের -৪৮ কেজি বিভাগে জাপানের তোনাকি ফুনাকে হারান তিনি। এ বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়ছেন ইউক্রেনের দারিয়া বিলদিদ ও মঙ্গোলিয়ার উরান্তসেটসেগ।

সাইক্লিং: রিচার্ড কারাপাজ অলিম্পিক রোড রেস চ্যাম্পিয়ন

রোড সাইক্লিংয়ে স্বর্ণপদক জিতেছেন ইকুয়েডরের রিচার্ড কারাপাজ। হাজারো সমর্থকের সামনে টোকিওর ফুজি ইন্টারন্যাশনাল স্পিডওয়েতে রোমাঞ্চকর এ ফাইনাল জিতেন এ তারকা। এ লড়াইয়ে দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন বেলজিয়ামের ওট ভ্যান আর্ট। স্লোভেনিয়ার তাদেজ পোগাসার জিতেছেন ব্রোঞ্জ।

আর্চারি: রিকার্ভ মিক্সড ডাবলে স্বর্ণ দক্ষিণ কোরিয়ার

আর্চারিতে প্রথম স্বর্ণ তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। রিকার্ভ মিক্সড ডাবলে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার আন সান ও কিম জি ডিওক জুটি। ফাইনালে তারা হারায় নেদারল্যান্ডসের গ্যাব্রিয়েলা স্ক্লোসের ও স্টিভ উইলার জুটিকে। ৫-৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতে নিয়ে কোরিয়ান জুটি। এ বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন মেক্সিকোর আলেহান্দ্রা ভ্যালেন্সিয়া ও লুইস আলভারেজ জুটি।

শুটিং: পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতলেন ইরানের জাভেদ ফারুঘি

আলাস্কা শুটিং হলে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছেন ইরানের জাভেদ ফারুঘি। গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড। ২৪৪.৮ পয়েন্ট নিয়ে প্রথম হন এ ইরানি শুটার। এ বিভাগে ২৩৭.৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন সার্বিয়ার দামির মিকেচ। ব্রোঞ্জ পদক পান চীনের প্যান ওয়েল। ২১৭.৬ পয়েন্ট পেয়েছেন তিনি।

ভারোত্তোলন: নারীদের ৪৯ কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন হউ ঝিহুই

নারীদের ৪৯ কেজি বিভাগে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন হউ ঝিহুই। ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ওজন তুলেছেন তিনি। স্ন্যাচে তুলেছেন ৯৪ কেজি। সবমিলিয়ে ২১০ কেজি তুলে রেকর্ড গড়েন তিনি।

এ বিভাগে রৌপ্য পদক জিতেছেন ভারতের মীরাবাঈ চানু। তিনি তুলেছেন ২০২ কেজি। ১৯৪ কেজি ভার তুলে ব্রোঞ্জ পদক পেয়েছেন ইন্দোনেশিয়ার উইন্ডি কানথিকা আইসাহ।

শুটিং: নারী এককের ১০মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন চীনের ইয়াং কিয়ান

২৫১.৮ পয়েন্ট নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে নারী এককের ১০মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন চীনের ইয়াং কিয়ান। রৌপ্য পদক জিতেছেন রাশিয়ান অলিম্পিক কমিটির আনাস্তাসিয়া গালাশিনা। তার সংগ্রহ ২৫১.১ পয়েন্ট। সুইজারল্যান্ডের নিনা ক্রিস্তেন ২৩০.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।

Comments

The Daily Star  | English

Neighbours’ support over Rohingya crisis remains minimal: foreign adviser

'During the last eight years, the amount of or the level of support that we expected from our neighbours has not been forthcoming'

1h ago