ডিএসই ও সিএসইতে আজও বড় দরপতন

ছবি: সংগৃহীত

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দ্বিতীয় দিনের মতো শেয়ারের বড় ধরনের দরপতন হয়েছে।

ডিএসই'র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৩ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ কমে ৬ হাজার ১৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা চলতি এ বছরের ২২ মে'র পর সর্বনিম্ন। এটি সোমবার ৮৭.৩৯ পয়েন্ট বা ১.৩৯ শতাংশ কমেছিল।

ডিএসই'র আরেকটি গুরুত্বপূর্ণ সূচক লেনদেন কমে দাঁড়িয়েছে ৩১৯ কোটি টাকায়, যা আগের দিনের ৫১৫ কোটি টাকা থেকে প্রায় ৩৮ শতাংশ কম।

সিএসইতেও শেয়ারের বড় দরপতন

ডিএসই'র মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) টানা দ্বিতীয় দিনে শেয়ারের বড় ধরনের দর পতন হয়েছে। বন্দর নগরীর শেয়ার বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ২১৪ পয়েন্ট বা ১.১৭ শতাংশ কমে ১৮,০৬৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে আজ লেনদেন হয়েছে ১১ কোটি ৭০ লাখ টাকা, যা আগের দিন ছিল ১৩ কোটি ৬১ লাখ টাকা। মঙ্গলবার মাত্র ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে এবং ২৪৬টির দর কমেছে এবং ২১টির মূল্য অপরিবর্তিত ছিল।

Comments

The Daily Star  | English

UN report on mass uprising: What lies ahead for AL?

Find out more with Tanim Ahmed in today's Star Explanations

3h ago