৪ দিনে ১৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি
বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে বেনাপোল দিয়ে ১৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হলো।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক আ. জলিল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাজারে মরিচের দাম বাড়ায় ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে। আজও বেনাপোল বন্দর দিয়ে ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। রাজস্ব পরিশোধ করে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেগুলো খালাস দেওয়া হয়েছে।
আজ আমদানি করা কাঁচা মরিচ বাংলাদেশি ৩৫টি ট্রাকে খালাস নিয়ে বন্দর ত্যাগ করেছে বলেও জানান তিনি।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার স্বপন কুমার জানান, কাঁচা মরিচ উচ্চ পচনশীল পণ্য হওয়ায় রাজস্ব আদায় করে দ্রুত খালাসের নির্দেশনা দিয়েছেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. অজিজুর রহমান।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে বাজারে দাম কমতে শুরু করেছে।
Comments