৩ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

বেনাপোল স্থলবন্দর। স্টার ফাইল ছবি

টানা ৩ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। কাস্টমস সূত্র জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ২৩৪ ট্রাক মালামাল আমদানি হয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ১৫৫ ট্রাক মালামাল।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেনে।

তিনি জানান, আজ সকাল থেকে পুনরায় সচল হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। বন্দরে যেসব পণ্য প্রবেশ করেছে তা দ্রুত ডেলিভারি ও লোড আনলোডের নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করবে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত এক সপ্তাহ ধরে বনগাঁ পার্কিং চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ডাকে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ ছিল। রাজ্য সরকারের পরিবহন অধিদপ্তর থেকে গত বুধবার বর্ধিত পার্কিং ফি কমানোর চিঠি আসায় পুনরায় রপ্তানি শুরু হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, এপারে টানা ৩ দিন বন্ধ ও ওপারে পার্কিং চার্জ কমানোর দাবিতে ধর্মঘট প্রত্যাহার করায় আজ সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago