২ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক
২ বছর বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার শুরু হয়েছে। ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এ স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছিল।
আজ বৃহস্পতিবার ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ এ স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে ৩৩ জন যাওয়া-আসা করেছেন।
তাদের মধ্যে ১৩ জন ভারতে গেছেন ও ২০ জন ভারত থেকে এসেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'করোনার কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। পরে গত বছরের ১৬ মে শুধু আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরার অনুমতি দেয় ভারত সরকার।'
গত ১ বছর বাংলাদেশি যাত্রীরা মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় হিলি ছাড়া বেনাপোল দিয়ে ও আকাশপথে ভারতে যেতে পারতেন। ফেরার সময় হিলি দিয়ে দেশে ফিরতে পারলেও, ভারতে যেতে পারতেন না যাত্রীরা।
আজ থেকে যে কোনো ধরনের ভারতীয় ভিসাপ্রাপ্ত বাংলাদেশি যাত্রীরা ভারতে যেতে পারবেন বলে জানান ওই কর্মকর্তা।
Comments