১৭ মে থেকে বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট

ছবি: স্টার

দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে প্রয়োজনীয় ক্রেন, ফর্কলিফটের অভাবে পণ্য লোড-আনলোড ব্যাহত হওয়ার প্রতিবাদে আগামী ১৭ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।

আজ সোমবার বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দরের অধিকাংশ ক্রেন, ফর্কলিফট অকেজো পড়ে থাকায় পণ্য লোড-আনলোড ব্যাহত হচ্ছিল। বন্দর ব্যবহারকারী সংগঠনসহ পণ্য পরিবহনকারী সংগঠন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি নতুন ক্রেন ফর্কলিফটের দাবিতে বন্দর কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়ে আসছিল।

আজিম উদ্দিন গাজী বলেন, 'বেনাপোলে ভারি পণ্য লোড-আনলোডের জন্য পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফট নেই। যেগুলো আছে এর অধিকাংশই দীর্ঘদিন ধরে অচল। ফলে পণ্য লোড-আনলোড করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।'

'এ ছাড়াও, ক্রেন-ফর্কলিফট চালকরাও অদক্ষ' উল্লেখ করে তিনি আরও বলেন, 'স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদারকে চিঠি দিয়ে বিষয়টি জানালেও তিনি আমলে নেননি।'

তিনি জানান, বর্তমানে বন্দরে ৬টি ক্রেনের মধ্যে ৩টি সচল আছে এবং ১০টি ফর্কলিফটের মধ্যে ৬টি সচল আছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল ডেইলি স্টারকে বলেন, 'বেনাপোল বন্দরে ক্রেন ও ফর্কলিফট সরবরাহকারী প্রতিষ্ঠান ব্ল্যাক বেঙ্গল এন্টারপ্রাইজকে ক্রেন-ফর্কলিফট মেরামতসহ নতুন ক্রেন ও ফর্কলিফট সরবরাহের জন্য বলা হয়েছে। আশা করি, এ সমস্যা দ্রুত সমাধান হবে।'

বন্দর সূত্রে জানা গেছে, মেট্রো রেল, রূপপুর প্রকল্প, পাওয়ার গ্রিডসহ নানা প্রকল্পের ভারি পণ্য আমদানি হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

Comments

The Daily Star  | English

47th BCS applications to open on December 10

Online applications will open on December 10 at 10:00am and close on December 31 at 11:59pm

31m ago