১২ দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদ উপলক্ষে ১২ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
এ বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি হয় উল্লেখ করে তিনি বলেন, 'আজ বিকেল পর্যন্ত বাংলাদেশ থেকে ১০ ট্রাক কাঁচ নেপালে রপ্তানি হয়েছে। অন্যদিকে, ভারত ও ভুটান থেকে মোট ২১৬ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি করা হয়েছে। এর মধ্যে ৪০ ট্রাক ভারতীয় পাথর, ৭৯ ট্রাক ভূট্টা, দুই ট্রাক খৈল, তিন ট্রাক গমের ভূষি এবং দুই ট্রাক গম ভারত থেকে এবং ৯০ ট্রাক পাথর ভূটান থেকে আমদানি করা হয়েছে।'
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন দ্য ডেইলি স্টারকে জানান, ঈদ উল আজহা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১৯ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মোট ১২ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
তবে, এ সময়ে বন্দর সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সরকারি নিয়ম অনুযায়ী চালু রাখা হয় এবং আজ সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে বলে জানান তিনি।
Comments