স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর
অবশেষে প্রায় ৮৮ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দর ও ১৯টি বেসরকারি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর (আইসিডি) কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
পণ্যবাহী পরিবহন মালিক ও শ্রমিকরা আজ সোমবার রাতে ধর্মঘট প্রত্যাহারের পর বন্দরে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।
বেসরকারি কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিআইসিডিএ) সেক্রেটারি মো. রুহুল আমিন সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১০টা ১০ মিনিট নাগাদ ১৯টি বেসরকারি ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনারবাহী গাড়িগুলো বন্দরের দিকে যেতে শুরু করেছে।
তিনি বলেন, 'আমাদের এখন অগ্রাধিকার রপ্তানি বোঝাই কন্টেইনারগুলো। আইসিডিতে এগুলো গত ৩ দিন ধরে আটকে আছে। আগামীকাল যেসব জাহাজ বন্দর ছাড়বে সেখানে এগুলো পৌঁছানো হবে।'
ধর্মঘটের কারণে গত শুক্রবার সকাল থেকে রপ্তানি বোঝাই কনটেইনারগুলো এই ১৯টি আইসিডিতে আটকা পড়ে আছে।
এদিকে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের একজন অন-ডিউটি অপারেশন অফিসার নাম প্রকাশ না করার শর্তে রাত ১০টা ৪৫ মিনিটে দ্য ডেইলি স্টারকে জানান, বন্দরের ৪ নম্বর গেটের সামনে ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার ভেতরে প্রবেশের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
Comments