বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, শত শত ট্রাক আটকা
ভারতের পশ্চিমবঙ্গে ১০৮টি পৌরসভায় নির্বাচনের কারণে আজ রোববার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ২ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। ফলে উভয় বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
আগামীকাল সোমবার সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, পৌরসভা নির্বাচন উপলক্ষে ভারত সরকারি ছুটি ঘোষণা দেওয়ায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। তবে ২ দেশের মধ্যে যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসের কাজও স্বাভাবিকভাবে চলছে। বন্দর থেকে মালামাল ডেলিভারি হচ্ছে। ভারতীয় ট্রাক থেকে পণ্য উঠানামাও অব্যাহত আছে।
Comments