বেনাপোল বন্দরে ডেনিম ফেব্রিকসের চালান থেকে বিস্ফোরক, মাদক, সিগারেট জব্দ
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ডেনিম ফেব্রিকসের চালান থেকে ফেনসিডিল, বিস্ফোরক দ্রব্য, সিগারেট, কারেন্ট জালসহ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে এসব পণ্য জব্দ করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গোপন সংবাদ পেয়ে বুধবার দুপুরে ভারত থেকে ডেনিম ফ্রেব্রিকসের চালান নিয়ে বন্দরে আসা ভারতীয় ট্রাকটি আটক করা হয়।'
পরে, কাস্টমসের আইআরএম টিমের তত্ত্বাবধানে ট্রাকটি তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ওই পণ্যগুলো জব্দ করা হয়।
আটক পণ্য চালানের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার অনন্ত ফ্যাশন, ফ্যাশন ফরম বলে জানান তিনি।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন দ্য ডেইলি স্টারকে জানান, 'আমদানিকৃত পণ্য চালানের আড়ালে আমদানি নিষিদ্ধ পণ্য ভারতের ট্রান্সপোর্ট মালিকরা সরাসরি জড়িত। ট্রাকের চালক, সহকারীকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত সত্য জানা যাবে।'
কাস্টমসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, 'আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল করা হবে।'
জানতে চাইলে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, 'আমদানি নিষিদ্ধ পণ্য নিরাপত্তার স্বার্থে বন্দরের হেফাজতে রাখা হয়েছে।'
'কোনো অবস্থাতেই বন্দরকে চোরাকারবারিদের নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না,' বলেন তিনি।
Comments