বেনাপোল দিয়ে ভারত থেকে ১২ ট্রাক কাঁচা মরিচ আমদানি
দেশের বাজারে দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বেনাপোল বন্দরে দিয়ে আজ মঙ্গলবার ভারত থেকে ১২ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে ১২ ট্রাক কাঁচা মরিচ এসেছে। রাজস্ব আদায় সাপেক্ষে উচ্চ পচনশীল পণ্য হওয়ায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আমদানিকৃত কাঁচা মরিচ দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।
মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজ, মেসার্স উৎস এন্টারপ্রাইজ, মেসার্স গাজী এন্টারপ্রাইজ ও মেসার্স রুসদ এন্টারপ্রাইজ নামে চার আমদানিকারক প্রতিষ্ঠান ১২ ট্রাকে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করে।
কাঁচা মরিচ আমদানির খবরে বেনাপোলসহ যশোরের বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের মূল্য কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে।
বেনাপোল বাজারের কাঁচামাল ব্যবসায়ী রাশেদ আলী জানান, বর্তমানে দেশীয় কাঁচা মরিচ প্রতি কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সুজন দ্য ডেইলি স্টারকে জানান, দেশে অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের বীজতলা নষ্ট হয়েছে। এজন্য দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে।
বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধের উপসহকারী কর্মকর্তা হেমন্ত কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেশীয় বাজারে মূল্য বৃদ্ধি ও সংকটের কারণে ব্যবসায়ীরা কাঁচামরিচ আমদানি শুরু করেছে। আজ চারটি আমদানি কারক প্রতিষ্ঠান ৭০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করেছে।'
রাজস্ব পরিশোধ করে ও সব আনুষ্ঠানিকতা শেষে মরিচের চালানগুলো আজ রাতে বেনাপোল বন্দর ছেড়ে চলে গেছে বলেও জানান তিনি।
Comments