বেনাপোল বন্দরে পৌঁছেছে ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেস’

শনিবার রাত ১০টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেস’। ছবি: সংগৃহীত

দুইশ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে আজ শনিবার রাত ১০টায় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে ভারতের 'অক্সিজেন এক্সপ্রেস'।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ রাত দশটার দিকে 'অক্সিজেন এক্সপ্রেস'-এর ১০টি কন্টেইনার বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় 'অক্সিজেন এক্সপ্রেস' কন্টেইনার নিয়ে সরাসরি যমুনা সেতুতে পৌঁছে বাংলাদেশি ট্যাংকারে খালি করে আবার ভারতে ফির যাবে।'

অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড পণ্য চালানের রাজস্ব পরিশোধ করে রাতেই এগুলো খালাস নেবে বলে জানিয়েছে কাস্টমস সূত্র।

ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে। ভারতে চলতি বছরের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করে। ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, আজ শনিবার টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে দুইশ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়।

তিনি বলেন, 'আমদানি করা অক্সিজেনের বিপরীতে ১৬ লাখ টাকা রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে খালাস নিতে হবে।'

সরকারের কাছে অক্সিজেনের শুল্ক উঠিয়ে দেওয়ার জোর দাবি জানান তিনি।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

17h ago